ম্যাকেঞ্জিকে টেস্টেও ব্যাটিং কোচ বানাতে চায় বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯
ম্যাকেঞ্জিকে টেস্টেও ব্যাটিং কোচ বানাতে চায় বিসিবি

ফাইল ছবি

শুধুমাত্র ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে নয়, টেস্টেও দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জিকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে টাইগারদের ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন ম্যাকেঞ্জি।

২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেন ম্যাকেঞ্জি। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে দলের দায়িত্ব পান তিনি।

ইংল্যান্ডে দ্বাদশ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সাথে চুক্তি ছিল ম্যাকেঞ্জির। বিশ্বকাপে ব্যর্থতার পরও ম্যাকেঞ্জির সাথে চুক্তি নবায়ন করে বিসিবি। তবে দলের কোচিং স্টাফদের অন্যানদের সাথে চুক্তি নবায়ন করেনি বিসিবি।

ম্যাকেঞ্জির ওপর আস্থা রাখে বিসিবি। তাই তার সাথে নতুন করে চুক্তি নবায়নও করা হয় এবং এখন তিন ফরম্যাটেই ম্যাকেঞ্জিকে ব্যাটিং কোচের দায়িত্ব তুলে দেয়ার চিন্তা করছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এমনটাই জানিয়েছেন। তবে এখন কোন কিছুই নিশ্চিত হয়নি বলেও জানান তিনি। বলেন, ‘আমরা আশা করছি, দ্রুতই এটি চূড়ান্ত হবে। তবে এটি যদি না হয়, তবে আমরা বিকল্প উপায় বের করব।’

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট, ৬৪টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকা। টেস্টে ৩২৫৩, ওয়ানডেতে ১৬৮৮ ও টি-২০তে ৭ রান করেছেন তিনি। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এ ডান-হাতি ব্যাটসম্যান। কোচিং ক্যারিয়ারে দু’বার দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শকও ছিলেন ৪৩ বছর বয়সী ম্যাকেঞ্জি।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ডোমিঙ্গো

বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ডোমিঙ্গো

ভাষা সমস্যা নিয়ে চিন্তিত নন ল্যাঙ্গেভেল্ট

ভাষা সমস্যা নিয়ে চিন্তিত নন ল্যাঙ্গেভেল্ট

‘জীবনেও একসঙ্গে এত সাংবাদিক দেখিনি’

‘জীবনেও একসঙ্গে এত সাংবাদিক দেখিনি’

জেনে নিন রাসেল ডোমিঙ্গোর কিছু তথ্য

জেনে নিন রাসেল ডোমিঙ্গোর কিছু তথ্য