লিও কার্টারের ‘ছক্কা ওভার’, নিউজিল্যান্ডের প্রথম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ০৬ জানুয়ারি ২০২০
লিও কার্টারের ‘ছক্কা ওভার’, নিউজিল্যান্ডের প্রথম

নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন বাঁ-হাতি ব্যাটসম্যান লিও কার্টার। রোববার (৫ জানুয়ারি) নিউজিল্যান্ডের স্বীকৃত টি-টোয়েন্টি আসর সুপার স্ম্যাশে ২৫ বছর বয়সী লিও কার্টার এ কীর্তি গড়েন।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন নজির গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কার হাঁকিয়েছিলেন তিনি। এবার সেই স্মৃতি মনে করিয়ে দিলেন লিও কার্টার। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেও নিউজিল্যান্ডের এমন কীর্তি আর কেউই গড়তে পারেনি।

টুর্নামেন্টের ২২তম ম্যাচে নর্দান ডিস্ট্রিক্টসের মুখোমুখি হয়েছিলেন কার্টারের ক্যান্টারবুরি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৯ রান করে নর্দান ডিস্ট্রিকস। ৩৬ বলে ৭৪ রান করেন টিম সেইফার্ট।

জবাবে কার্টারের বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ বল বাকি রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে ক্যান্টারবুরি। পাঁচ নম্বরে ব্যাট হাতে নামেন লিও কার্টার। দলের ইনিংসের ১৬তম ওভারে স্পিনার অ্যান্থন ডেভচিচের ছয় বলে ছয় ছক্কা মারেন তিনি।

ডিপ স্কয়ার লেগ, ডিপ মিড উইকেট, ডিপ মিড উইকেট, ডিপ স্কয়ার লেগ, লঙ অন ও ডিপ স্কয়ার লেগসহ মাঠের চারদিক দিয়েই ছক্কা হাঁকানো লিও কার্টার শেষ পর্যন্ত ২৯ বলে অপরাজিত ৭০ রান করেন। ইনিংসে ৩টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি।

এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৬৮ সালে ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স ও ১৯৫৮ সালে ভারতের রবি শাস্ত্রী, আন্তর্জাতিক ওয়ানডেতে ২০০৭ সালে হার্শেল গিবস, টি-২০ ২০০৭ সালের বিশ্বকাপের ভারতের যুবরাজ সিং এবং ঘরোয়া টি-২০তে ২০১৭ সালে ইংল্যান্ডের রস হোয়াইটলি ও ২০১৮ সালের আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি গড়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

মজার লড়াইয়ে মেতেছে মেহেদী-মোস্তাফিজ

মজার লড়াইয়ে মেতেছে মেহেদী-মোস্তাফিজ

সিলেটের ‘গ্রিন গ্যালারির’ আদ্যপান্ত

সিলেটের ‘গ্রিন গ্যালারির’ আদ্যপান্ত

বছরের প্রথম টেস্টেই লাবুশেনের সেঞ্চুরি

বছরের প্রথম টেস্টেই লাবুশেনের সেঞ্চুরি

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক