মুশফিককে নিয়ে পিএসএলে আলোচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৮ মার্চ ২০২০
মুশফিককে নিয়ে পিএসএলে আলোচনা

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিন দফায় নিশ্চিত হয় বাংলাদেশের পাকিস্তান সফর। তিন দফার মাঝে ইতোমধ্যে দুই দফা সফর সম্পন্ন করেছে বাংলাদেশ। শেষ হওয়া দুই দফার মত তৃতীয় দফায়ও পাকিস্তান সফরে যাবেন না মুশফিকুর রহিম। পাকিস্তান সফরে তার না যাওয়া নিয়ে আলোচনা চলছে পিএসএলে।

পুরো দল সফর করলেও সফর করছেন না মুশফিক, বিষয়টি মেনে নিতে পারছেন না পাকিস্তানি পেসার হাসান আলী। মুশফিককে পাকিস্তান সফরে আসতে বললেন পাকিস্তান জাতীয় দলে খেলা এ পেসার। রাওয়ালপিন্ডিতে  শনিবার রাতে পিএসএলের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি। বৃষ্টি-বিঘ্নিত এ ম্যাচে জয় তুলে নেয় হাসানের দল পেশোয়ার। এ ম্যাচ শেষে মুশফিককে নিয়ে কথা বলেন ২৫ বছর বয়সী এ পেসার

মুশফিকের না যাওয়া নিয়ে হাসান বলেন, ‘কার্লোস ব্রার্থয়েট আজ (কাল) আমাকে জিজ্ঞেস করেছিল মুশফিক পাকিস্তানে আসছে না কেন। তাকে বলেছি ঠিক জানি না। কিন্তু আমি মনে করি তার দল যেমন এখানে আসছে তেমনি তারও আসা উচিত। ব্রার্থয়েটও মনে করে তার পাকিস্তানে আসা উচিত কারণ এটি একটি নিরাপদ দেশ।’

২ মার্চ (সোমবার) বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হেডকোচ রাসেল ডমিঙ্গোকে মুশফিক নিশ্চিত করেন, তিনি এবারও পাকিস্তান সফরে যাবেন না। মিনহাজুল আবেদীন বলেছিলেন, ‘আমরা মুশফিককে ডেকেছিলাম পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ওর মতামত জানতে। সে বলেছে সে যাবে না।’

৩ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর করাচিতেই ৫-৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফি একজন হিরো: রাজা

মাশরাফি একজন হিরো: রাজা

টাইগাদের নতুন নেতা নির্বাচনে বৈঠকে বসছে বিসিবি

টাইগাদের নতুন নেতা নির্বাচনে বৈঠকে বসছে বিসিবি

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা