নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৬ এপ্রিল ২০২০
নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী আইসিসি

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর শঙ্কার কালো মেঘ। প্রাণঘাতী এই করোনার প্রাদুর্ভাবে এরই মধ্যে ইউরো, কোপা আমেরিকা, অলিম্পিকের মতো বড় বড় আসর পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবদী আইসিসি।

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ কমিটির সমন্বয়ক নিক হকলি এএপিকে বলেন, 'বিশ্বকাপটা যাতে পূর্ব-পরিকল্পনা মতো হয় সেজন্য যেকোন বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা সময় নিচ্ছি। সুতরাং এ বিষয়ে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। আশা করছি এই সংকট বিশ্ব কাটিয়ে উঠবে এবং আমরা বিশ্বকাপ আয়োজর করতে পারবো। তবে সম্ভব্য সকল ভিন্ন পরিস্থিতির কথাও আমরা ভেবে রাখছি। বিশ্বকাপ নিয়ে অবশ্যই আমরা বিচক্ষণ একটা সিদ্ধান্তে আসবো।'

ওই কর্মকর্তা জানান, সিদ্ধান্ত যাই হোক- আইসিসি, আয়োজক এবং আইসিসির পূর্ণ সদস্যদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। যদি কোন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, পরিস্থিতি ভিন্ন দিকে যায় এবং সে কারণে কোন সিদ্ধান্ত হয় তবে সকলকে জানানো হবে বলেও উল্লেখ করেও নিক হকলি।

করোনার কারণে ফুটবল ও রাগবি থেমে আছে। করোনা সংকট কাটিয়ে উঠলে অক্টোবরে তাই ফুটবল ও রাগবি আবার শুরু হতে পারে। করোনার প্রাদুর্ভাব কমলে ঠিক সময়ে বিশ্বকাপ আয়োজনের আশা হকলির।

তিনি বলেন, 'লোকজন বিশ্বকাপ দেখতে ভালোবাসে। ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় খেলা। এই বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় না হলে আবার একটা বিশ্বকাপের স্বাগতিক হতে ১০ থেকে ২০ বছর লেগে যেতে পারে। আমরা সম্প্রচার মাধ্যমের থেকে ভালো সাড়া পেয়েছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব কাটলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটি সবচেয়ে এগিয়ে আছে।'



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের দিকে তাকিয়ে বিসিবি

বিপিএলের দিকে তাকিয়ে বিসিবি

অভিমানে অবসরে গেলেন অজি স্পিনার

অভিমানে অবসরে গেলেন অজি স্পিনার

যেকোন উপায়ে আইপিএল চায় ফ্র্যাঞ্চাইজিগুলো

যেকোন উপায়ে আইপিএল চায় ফ্র্যাঞ্চাইজিগুলো

দর্শকশূন্য মাঠে ক্রিকেট ফেরাতে ল্যাঙ্গারের সমর্থন

দর্শকশূন্য মাঠে ক্রিকেট ফেরাতে ল্যাঙ্গারের সমর্থন