চেন্নাইতে খেললেই ক্রিকেটারের ক্যারিয়ার রঙিন হয়!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৩ মে ২০২০
চেন্নাইতে খেললেই ক্রিকেটারের ক্যারিয়ার রঙিন হয়!

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দলগুলোর মাঝে একটি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো মনে করেন, চেন্নাই সুপার কিংসে (সিএসকে) এলে এক জন ক্রিকেটারের ক্যারিয়ার আবার জীবন্ত হয়ে ওঠে।

চেন্নাই সুপার কিংসে এলে এক জন ক্রিকেটারের ক্যারিয়ার গ্রাফ আগের থেকেও ভাল হতে থাকে। একজন ক্রিকেটারের এই বাড়বাড়ন্তের পিছনে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনিই সিএসকের সাজঘরের পরিবেশ এমন করে দেন যার ফলে সবাই নিজের সেরাটা দিয়ে থাকেন। সেই ২০১১ সাল থেকে ধোনির নেতৃত্বে খেলছেন ব্রাভো।

চেন্নাইয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তারকা ক্রিকেটাররা খেলেছেন । নিজেদের দেশকেও তারা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ধোনি যেন সবার থেকে আলাদা। ডোয়াইন ব্রাভো বলেন, ‘সিএসকে দলে ফ্যাফ ডু প্লেসি, আমি, ব্রেন্ডন ম্যাকালাম, মাইক হাসি খেলেছে। কিন্তু ধোনি সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছে। ধোনি সবাইকেই বলে থাকে, তোমরা ভাল বলেই এখানে এসেছো। কারও কাছে নিজেদের আর প্রমাণ দেওয়ার দরকার নেই।’

আইপিএলে ধোনির দলের জার্সি পরলেই সংশ্লিষ্ট ক্রিকেটারের ক্যারিয়ার বদলে যায়। ব্রাভো বলেন, ‘সিএসকেতে এলেই এক জন ক্রিকেটারের ক্যারিয়ার জীবন ফিরে পায়। শেন ওয়াটসন, আম্বাতি রায়ুডুর কথাই ধরা যাক না। প্রত্যেকের ক্যারিয়ার গ্রাফ আগের থেকেও ভাল হয়েছে।’

আর প্রতিটি ক্রিকেটারের ক্যারিয়ার গ্রাফ ভাল হওয়ার পিছনে রয়েছেন এমএস। ব্রাভোর মতে, ধোনি কারও উপরে চাপ প্রয়োগ করেন না। তার দরজা সব সময়ে সবার জন্য খোলা। নিজের সুপারস্টার ভাবমূর্তি দূরে সরিয়ে মাঠে নামেন। সেই কারণেই সিএসকের ড্রেসিং রুম সবার এত পছন্দের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের উইন্ডোতে আইপিএল! সমালোচনায় বোর্ডার

বিশ্বকাপের উইন্ডোতে আইপিএল! সমালোচনায় বোর্ডার

ক্রিকেট ফেরাতে আইসিসির গাইডলাইন

ক্রিকেট ফেরাতে আইসিসির গাইডলাইন

পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল

পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল

সাবেকদের সমালোচনায় পিছু হটলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

সাবেকদের সমালোচনায় পিছু হটলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড