লিগানেসের বিপক্ষে প্রতিশোধ নিল রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮
লিগানেসের বিপক্ষে প্রতিশোধ নিল রিয়াল

কোপা দেল’রের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিয়েছিল লিগানেস। এবার সেই প্রতিশোধটাই নিলো জিনেদিন জিদানের দল। লা লিগায় ঘরের মাঠের লিগানেসকে ৩-১ গোলে উড়িয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা।

সার্জিও রামোসের শেষ মুহূর্তের পেনাল্টিতে বড় জয় নিশ্চিত হয়েছে রিয়ালের। তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেছেন মিডফিল্ডার কাসিমিরো। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় জিদানের দল। লুকাস ভাসকেস করেন সমতাসূচক গোলটি।

বুধবার রাতে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিলেন জিদান। ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মড্রিচ, টনি ক্রুস আর মার্সেলোর মতো বড় তারকার অনুপস্থিতিতে গ্যারেথ বেলকে শুরু থেকেই দায়িত্ব দেয়া হবে মনে করেছিলেন সবাই। কিন্তু সবাইকে চমকে দিয়ে বেলকে সাইড বেঞ্চে রেখেই একাদশ সাজান জিদান।

শুরুতে বড়সড় ধাক্কাও খেয়ে বসে রিয়াল। ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে ভাগ্যের এক গোল পেয়ে যায় লিগানেস। উনাই বুসতিনসার টোকা রিয়াল গোলরক্ষক ঠেকিয়েই দিয়েছিলেন। তবে ফেরানোর পর চোখের ঝলকে বুসতিনসার গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে।

তবে শুরুর ধাক্কা সামলে নিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি রিয়াল। পাঁচ মিনিটের মধ্যে (১১তম মিনিটে) মাতেও কোভাসিচের পাস থেকে দারুণ এক কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান লুকাস ভাসকেস।

২৯তম মিনিটে সংঘবদ্ধ একটি আক্রমণে এগিয়ে যায় রিয়াল। করিম বেনজেমা আর কাসেমিরো নিজেদের মধ্যে পাস দিতে দিতে ঢুকে পড়েন ডি-বক্সে। এর মধ্যে ভাসকেস হয়ে আবারও বল পান কাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার সবাইকে বোকা বানিয়ে মুহূর্তেই বল ঢুকিয়ে দেন জালে।

নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে এসে কোভাসিচকে ফাউল করে বসে লিগানেস। লিগানেসের তিন চারজন ডিফেন্ডার বাধা দিতে গেলে ডি বক্সে পড়ে যান কোভাসিচ। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সার্জিও রামোস। তাতেই ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে জিদানের শিষ্যরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির গোলে বার্সার রক্ষা

মেসির গোলে বার্সার রক্ষা

রাশিয়া বিশ্বকাপে টিকিট বরাদ্দ পেল বাংলাদেশ, কে পাচ্ছেন

রাশিয়া বিশ্বকাপে টিকিট বরাদ্দ পেল বাংলাদেশ, কে পাচ্ছেন

মেসির চেয়ে এগিয়ে রোনালদো

মেসির চেয়ে এগিয়ে রোনালদো

রোনালদোকে নিয়ে রোমাঞ্চিত জিদান

রোনালদোকে নিয়ে রোমাঞ্চিত জিদান