রোমাঞ্চকর জয়ে সেভিয়ার ষষ্ঠ শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২২ আগস্ট ২০২০
রোমাঞ্চকর জয়ে সেভিয়ার ষষ্ঠ শিরোপা

পিছিয়ে পড়েও ইন্টার মিলানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ইউরোপা লিগের মুকুট ছিনিয়ে নিয়েছে সেভিয়া। ইউরোপীয় ক্লাব ফুটবলে দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে নেভিয়া। এটি তাদের ষষ্ঠ শিরোপা।

শুক্রবার ষষ্ঠ শিরোপা জেতার ম্যাচে সেভিয়ার হয়ে জোড়া গোল করেছেন লুক ডি জং এবং বাকি গোলটি করেছেন দিয়েগো কার্লোস। অপরদিকে ইন্টারের হযে রোমেলু লুকাকু ও দিয়েগো গদিন একটি করে গোল করেছেন।

বুন্ডেসলিগার দল কোলনের মাঠে খেলার শুরু থেকেই উত্তেজনা ছড়ায়। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মিলান। স্পট কিকে ইউরোপা লিগে টানা একাদশ ম্যাচে গোল করেন লুকাকু। এছাড়া চলতি মৌসুমে সব মিলিয়ে লুকাকুর এটি ৩৪তম গোল।

পাঁচ মিনিটে পিছিয়ে গিয়ে ১২তম মিনিটে সমতা ফেরে সেভিয়া। হেসুস নাভাসের ফ্রি-কিক থেকে হেড করে বল জালে জড়ান লুক ডি জং। এরপর ৩৩ মিনিটে আরেকটি দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন ডাচ এ স্ট্রাইকার।
sportsmail24
তবে পিছিয়ে পড়ে সমতা ফিরতে বেশি সময় নেয়নি ইন্টার মিলান। মাত্র ২ মনিট পর ৩৫তম মিনিটে ব্রজভিচের ফ্রি-কিকে দিয়েগো গদিনের ফ্লিক গোল করেন। লুকাকুকে আবারও কার্লোস ফাউল করলে ফ্রি কিক পায় তারা।

৩৫ মিনিটেই চার গোলে (২-২) দুই দল বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে দুই দল। ৭৪তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোসের বাইসাইকেল কিক ঠেকাতে গিয়ে উল্টো বল নিজেদের জালে পাঠিয়ে দেন লুকাকু। বাকি সময় আর কোন গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিমে মাঠ ছাড়ে সেভিয়া।

ইউরোপা লিগে শিরোপা জয়ের রেকর্ড আগে থেকেই সেভিয়ার দখলে ছিল। এবার ষষ্ঠবারের মতো শিরোপা জিতে সেটির ব্যবধান আরও বাড়ালো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১১৪ বছরের অপেক্ষার অবসান, অবশেষে সিরি-এ লিগে স্পেজিয়া

১১৪ বছরের অপেক্ষার অবসান, অবশেষে সিরি-এ লিগে স্পেজিয়া

পেশাদার জীবনের সেরা মুহূর্ত জানালেন জিদান

পেশাদার জীবনের সেরা মুহূর্ত জানালেন জিদান

সেপ্টেম্বরে বাফুফের তফসিল, রেকর্ড সুষ্ঠু নির্বাচনের আশা

সেপ্টেম্বরে বাফুফের তফসিল, রেকর্ড সুষ্ঠু নির্বাচনের আশা

কিকে সেতিয়েনকে বরখাস্ত করলো বার্সেলোনা

কিকে সেতিয়েনকে বরখাস্ত করলো বার্সেলোনা