কিকে সেতিয়েনকে বরখাস্ত করলো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ পিএম, ১৮ আগস্ট ২০২০
কিকে সেতিয়েনকে বরখাস্ত করলো বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে লজ্জাজনক পরাজয়ের পর বরখাস্ত করা হলো বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনকে। সোমবার (১৭ আগস্ট) এক আনুষ্ঠানিক ঘোষণায় বার্সেলোনা এ তথ্য নিশ্চিত করেছে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শুক্রবার (১৪ আগস্ট) লজ্জাজনক পরাজেয়ের পর কোচ কিকে সেতিয়েন যে বরখাস্ত হচ্ছেন তা অনুমেয়ই ছিল। তিনদিনের মাথায় সেটিই সত্যি হলো। তবে সেতিয়েনের স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা এখনো নিশ্চিত করেনি বার্সেলোনা।

চলতি বছরের জানুয়ারিতে আর্নেস্তো ভালভার্দের পরিবর্তে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েছিলেন কিকে সেতিয়েন। তার তত্ত্বাবধানে স্প্যানিশ লা লিগায় রানার্স-আপ হয় বার্সেলোনা। যেখানে রিয়ালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে ছিল বার্সা।

শুধু তাই নয়, তার আগে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। এছাড়া মার্চে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল তারা। শেষে চ্যাম্পিয়নস লিগেও হয়েছে ভরাডুবি।

সেতিয়েনকে বরখাস্ত করার বিষয়ে বার্সেলোনা জানিয়েছে, কিকে সেতিয়েনকে কোচ হিসেবে না রাখতে বোর্ড অব ডিরেক্টররা একমত হয়েছেন। বার্সেলোনাকে পুনর্গঠন করার যে প্রক্রিয়া সেটা বাস্তবায়নের পথে এটি প্রথম সিদ্ধান্ত। নতুন কোচের নামও শিগগিরই জানানো হবে।

বায়ার্নের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর বেশ কড়া ভাষাতেই কথা বলেছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ বার্তেমেউ। স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘বার্সেলোনার ক্লাবের জন্য এটা অনেক কঠিন রাত ছিল। বেশ কিছু সিদ্ধান্ত আমরা এরই মধ্যে নিয়ে ফেলেছি। আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে একের পর এক ঘোষণা দেওয়া হবে।’

বার্সেলোনার প্রেসিডেন্টের কড়া ভাষার প্রথম ফল এলো কোচ কিকে সেতিয়েনের বরখাস্তের খবর দিয়ে। বার্সেলোনার বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে হয়তো আরও কোন সিদ্ধান্ত আসতে পারে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে পেতে ৭ হাজার কোটি টাকা খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

মেসিকে পেতে ৭ হাজার কোটি টাকা খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

ইতিহাসে স্থান পাওয়া বার্সেলোনা-বায়ার্নের ম্যাচের পরিসংখ্যান

ইতিহাসে স্থান পাওয়া বার্সেলোনা-বায়ার্নের ম্যাচের পরিসংখ্যান

বার্সেলোনার জালে বায়ার্ন মিউনিখের আট গোল

বার্সেলোনার জালে বায়ার্ন মিউনিখের আট গোল

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব