এফএ কাপের সেমিতে রেড ডেভিলসরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৯ মার্চ ২০১৮
এফএ কাপের সেমিতে রেড ডেভিলসরা

সেভিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের প্রি-কোয়ার্টারে গোল করেও দলকে জেতাতে পারেননি রোমেলু লুকাকু৷ সমর্থকদের হতাশা খানিকটা মিটিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে এফএ কাপের সেমিফাইনালে তুলে৷ ব্রিটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এক ঝাঁক তারকার অনুপস্থিতিতে ইউনাইটেডের পরিত্রাতা হয়ে দেখা দেন লুকাকু৷ দোসর হিসাবে সঙ্গে পান নেমানজা মাটিচকে৷

ওল্ড ট্র্যাফোর্ডের তুষারপাতের মাঝে ইউনাইটেড সমর্থকরা আশঙ্কার মেঘ দেখতে শুরু করেছিলেন মোরিনহোর হঠকারী সিদ্ধান্তে৷ লো প্রোফাইল কোয়ার্টার ফাইনাল হলেও আত্মবিশ্বাসের তলানিতে থাকা ম্যান ইউ যেখানে বড় সড় সাফল্যের খোঁজে হন্যে হয়ে ঘুরছে, সেখানে অ্যালেক্সিস স্যাঞ্চেজ ও পল পোগবার মতো তারকাকে রিজার্ভ বেঞ্চে রেখে দল নামানোর যুক্তি একমাত্র মোরিনহোই দিতে পারবেন৷

যদিও ম্যাচে কোচের এমন সিদ্ধান্তের কোনও প্রভাব পড়তে দেননি লুকাকু৷ ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচের প্রথমার্ধেই ম্যানচেস্টারকে গোল এনে দেন বেলজিয়ান তারকা৷ ৩৭ মিনিটে মাটিচের ক্রস থেকে হেডে গোল করে দলকে ১-০ এগিয়ে দেন তিনি৷ চলতি এফএ কাপের সব রাউন্ডে গোল করার ধারা বজায় রাখলেন লুকাকু৷ ম্যাঞ্চেস্টারের হয়ে এটি তাঁর মরশুমের ২৫ তম গোল৷ শেষ পাঁচ ম্যাচে এটি তাঁর চতুর্থ গোল৷

দ্বিতীয়ার্ধে রেড ডেভিলসদের হয়ে ব্যবধান বাড়ান মাটিচ৷ ৮৩ মিনিটে অ্যাশলে ইয়ংয়ের পাস থেকে গোল করেন তিনি৷ গোটা ম্যাচে ব্রিটন ফুটবলাররা ম্যাঞ্চেস্টারের গোলমুখ খুলতে না পারায় তাদের ২-০ গোলে হার মানতে হয়৷ শেষ চারবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে তিনবারই হেরেছে ইউনাইটেড৷ এবার ছবিটা বদলে দিলেন লুকাকু-মাটিচ জুটি৷ সেমিফাইনালে মোরিনহোর দল মুখোমুখি লড়াইয়ে নামবে টটেনহ্যামের বিরুদ্ধে৷


শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসিকে গুঁড়িয়ে শেষ আটে বার্সা

চেলসিকে গুঁড়িয়ে শেষ আটে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন

মেসির দ্রুততম গোলের রেকর্ড

মেসির দ্রুততম গোলের রেকর্ড

৬০ বছরে প্রথমবার কোয়ার্টারে সেভিয়া

৬০ বছরে প্রথমবার কোয়ার্টারে সেভিয়া