আবারও ইনজুরিতে নেইমার, চোখে জল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৫
আবারও ইনজুরিতে নেইমার, চোখে জল

চোট যেন পিছু ছাড়ছে না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমে ম্যাচের ৩০ মিনিটে হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে বাধ্য তিনি। দীর্ঘদিনের চোটে ফিরে আসায় মাঠ ছাড়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান এ তারকা।

চোট পাওয়ায় ম্যাচের ৩৪তম মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। ধারণা করা হচ্ছে, বাঁ ঊরুতে হ্যামস্ট্রিংয়ের পুরনো চোটই আবার ফিরে এসেছে। সে সময় দল সান্তোস ২-০ গোলে এগিয়ে ছিল।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর এদিন প্রথম একাদশে ফিরেছিলেন নেইমার। এ জন্য ম্যাচটি আরও বিশেষ ছিল। ভিলা বেলমিরোতে সান্তোসের জার্সিতে এটি ছিল নেইমারের শততম ম্যাচ। মাঠে নামেনও ‘১০০’ লেখা বিশেষ জার্সি পরে।

গত মার্চেও একই কারণে জাতীয় দল এবং সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলতে পারেননি নেইমার। তার আগেও ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়েন তিনি।

এরপর সৌদি ক্লাব আল হিলালের হয়ে কিছু ম্যাচ খেলেছেন। তবে গত বছরের নভেম্বরে আবারও ছিটকে পড়েন মাঠের বাইরে। চোটের কারণে গত ১৮ মাসে আল হিলালের হয়ে খেলেছেন মাত্র ৭টি ম্যাচ।

চলতি বছরের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। তবে ক্লাব বদলালেও ভাগ্য বদলায়নি। চোট যেন এখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ।

এদিকে, চোট পিছু না ছাড়লেও সান্তোস ক্লাব নেইমারের পাশেই রয়েছে। ক্লাবটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছে, ‘প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।’

এখন নেইমারের এবারের চোট কতটা গভীর, সেটি জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর। ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হবে কবে।


বিষয়ঃ

শেয়ার করুন :