ইন্টার মিলান ছাড়ছেন কোচ কন্তে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৭ মে ২০২১
ইন্টার মিলান ছাড়ছেন কোচ কন্তে

দীর্ঘ বিরতির পর ইতালিয়ান সিরি 'এ' এর শিরোপা জিতে ঠিক আনন্দ করতে পারছে না চ্যাম্পিয়ন ইন্টার মিলান। আর্থিক ব্যয় কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মিলান কতৃপক্ষ। এ সময়েই দুই পক্ষের সমঝোতার মাধ্যমে ক্লাব ছাড়ছেন কোচ অ্যান্তেনিও কন্তে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইন্টার মিলান।

বেশ কিছুদিন ধরেই ইন্টার মিলানে কন্তের ভবিষ্যত নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল। ধারণা করা হচ্ছিল ক্লাব ছাড়বেন কন্তে। মৌসুম শেষে এ গুঞ্জন সত্যি হল। ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদানের স্থলাভিষিক্ত হতে পারেন। এদিকে সান্তিয়াগো ব্যার্নাব্যুতে কোচ জিদান থাকবেন কিনা সেটাও এখনও নিশ্চিত করা যায়নি। শেষ পর্যন্ত দুইয়ে দুইয়ে চার মিলে যেতে পারে বলে গুঞ্জন চলছে ইউরোপিয়ান ফুটবলে।

ইন্টার মিলানে কন্তে অধ্যায় শেষে হওয়ার সাথে সাথেই শঙ্কায় পড়েছে লাউরাতো মার্টিনেজ এবং রোমেলু লুকাকুর মিলান অধ্যায়ের। কারণ তারা ছিলেন কোচের বেশ ঘনিষ্ঠ। এছাড়াও ক্লাবের খরচ কমানোর জন্য তাদেরকে অন্য ক্লাবেও পাঠাতে পারে মিলান কতৃপক্ষ।

ইতালিয়ান সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইন্টার মিলানের মালিক সুনিং বেশ অর্থনৈতিক সংকটে আছে। তাদেরই মালিকাধীন জিয়াংসু এফসি চাইনিজ সুপার লিগের শিরোপা জেতার কয়েকমাসের মধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে। এ কারণের সাথে রিয়াল মাদ্রিদের লোভনীয় প্রস্তাবে ক্লাব ছেড়েছেন কন্তে। তবে,দুই পক্ষের কেউই সরাসরি কোনো কারণ উল্লেখ করেনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শকদের উপস্থিতিতে হবে স্পেন-পর্তুগাল ম্যাচ

দর্শকদের উপস্থিতিতে হবে স্পেন-পর্তুগাল ম্যাচ

নতুন কোচ পেল জার্মানি

নতুন কোচ পেল জার্মানি

প্রিমিয়ার লিগের সেরা কোচ গার্দিওলা

প্রিমিয়ার লিগের সেরা কোচ গার্দিওলা

দর্শকশূন্য মাঠে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত বাফুফের

দর্শকশূন্য মাঠে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত বাফুফের