প্রিমিয়ার লিগের সেরা কোচ গার্দিওলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৬ মে ২০২১
প্রিমিয়ার লিগের সেরা কোচ গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের খেতাব লাভ করেছেন লিগ জয়ী ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ইংল্যান্ডের লিগ ম্যানেজার্স এসোসিয়েশনের বিচারে তিনি এই খেতাব লাভ করেন। পুরো মৌসুম জুড়ে তার অধীনে দুর্দান্ত ফুটবল খেলে ম্যান সিটি। 

এবারের মৌসুমে গার্দিওলার অধীনে ৩৮ ম্যাচে খেলে মাত্র ৬টিতে পরাজিত হয় সিটি। ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শিরোপাও জিতে তারা। শুধু যে লিগই জিতেছে তা নয়,   গার্দিওলার অধীনে লিগ কাপের শিরোপাও নিজেদের করে নিতে সক্ষম হয় তারা। 

গার্দিওলার অধীনে আরও একটি শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে ম্যান সিটি। শনিবার (২৯ মে)   পোর্তোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আরেক ইংলিশ প্রতিদ্বন্দ্বী চেলসির মোকাবেলা করবে সিটিজেনরা। 

সেরা কোচের খেতাব জিততে তিনি পিছনে ফেলেছেন লিডসের মার্সেলো বিয়েসলা, নরউইচের ড্যানিয়েল ফারকে, ওয়েস্ট হ্যামের ডেভিড ময়েস, লিস্টার সিটির ব্রেন্ডন রজার্স ও চেলসির নারী দলের ম্যানেজার এমা হায়াসকে। 

এদিকে, প্রিমিয়ার লিগের সেরা কোচ হয়ে দারুণ খুশি গার্দিওলা। তিনি বলেন, 'দ্বিতীয়বারের মত এলএমএ বর্ষসেরা ম্যানেজারের স্বীকৃতি পেয়ে আমি দারুন খুশী। এই পুরস্কারটি আমার কাছে সব সময়ই বিশেষ কিছু। কারন সতীর্থ ম্যানেজারদের ভোটে এটা নির্ধারিত হয়' 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেদের ম্যাচ নেই, টিভিতে আফগানিস্তানের খেলা দেখবে জামাল ভূঁইয়ারা

নিজেদের ম্যাচ নেই, টিভিতে আফগানিস্তানের খেলা দেখবে জামাল ভূঁইয়ারা

ইউরোর শিরোপাতে চোখ বেনজেমার

ইউরোর শিরোপাতে চোখ বেনজেমার

ক্যারিয়ারে এমন বাজে সময় কাটাইনি: রামোস

ক্যারিয়ারে এমন বাজে সময় কাটাইনি: রামোস

পুরনো ক্লাবেই কি যাচ্ছেন রোনালদো?

পুরনো ক্লাবেই কি যাচ্ছেন রোনালদো?