মোহামেডানের বিপক্ষে বসুন্ধরার কষ্টার্জিত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ এএম, ০১ জুলাই ২০২১
মোহামেডানের বিপক্ষে বসুন্ধরার কষ্টার্জিত জয়

দশজনের দল নিয়ে শক্তিশালী বসুন্ধরা কিংসকে চেপে ধরেছিল মোহামেডান। তবে শেষ পর্যন্ত বসুন্ধরাকে চেপে ধরে রাখতে পারেনি মোহামেডান। ম্যাচের অতিরিক্ত সময়ে করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার (৩০ জুন) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। প্রথম লেগের দেখায় ৪-১ ব্যবধানে মোহামেডানকে হারিয়েছিল বসুন্ধরা কিংস।

এখন পর্যন্ত লিগে কোনো ম্যাচেই হারের স্বাদ পায়নি তারকা সমৃদ্ধ দল বসুন্ধরা কিংস। লিগে ১৭ ম্যাচে ১৬ জয় এবং ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে আছে বসুন্ধরা। অপরদিকে লিগে চার হারে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে মোহামেডান।

আগের রাউন্ডের চিরপ্রতিন্দ্বন্দী আবাহানীকে রুখে দেওয়া মোহামেডান এদিন শুরু থেকেই নিজেদের সেরা ফর্মে খেলা শুরু করে। প্রথম আক্রমণেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। তবে কর্ণার থেকে মৌনজির কৌলিদিয়াতির করা সেট পিস আটকে দেন শততম লিগ ম্যাচ খেলতে নামা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

ম্যাচের শুরু থেকে নিজেদেরকে মেলে ধরতে না পারলেও সময়ের সাথে সাথে নিজেদেরকে গুছিয়ে নেয় বসুন্ধরা কিংস। ম্যাচের ১৭তম মিনিটে বেশ ভালো একটি সুযোগ পায় অস্কার ব্রুজেনের শিষ্যরা। তবে মোহামেডান গোলরক্ষক সুজন হোসেইনের দূর্দান্ত স্লাইডে গোলবারে শট নিতে পারেননি বসুন্ধরার চিলিয়ান ফরওয়ার্ড রাউল অস্কার বেসেরা।

ম্যাচের ২২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের গোলরক্ষক সুজন। ওয়ান-অন-ওয়ান পজিশনে বিপলু আহমেদকে আটকাতে এসে হাতে বল লাগলে লাল কার্ড দেখেন সুজন।

ম্যাচের বাকি সময় দশ জনের দলে পরিণত হলেও মোহামেডান নিজেদের স্বাভাবিক খেলা বজায় রেখেছিল। প্রথমার্ধে কিংসের জালে দুইবার বল জড়ানোর চেষ্টা করলেও তা আর হয়ে উঠেনি।

প্রথমার্ধে কোনো গোল না হওয়ায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতিতে থেকে ফিরেই এলিটা কিংসলের বদলি হিসেবে মাঠে নামেন সুফিল। রহমতগঞ্জের বিপক্ষে ‘বাংলাদেশি’ হিসেবে অভিষেক ম্যাচে গোল পেয়েছিলেন এলিটা। তবে মোহামেডানের বিপক্ষে নিজের সেরা খেলা দেখাতে পারেননি এলিটা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও বসুন্ধরার সাথে সমানে সমানে টেক্কা দিয়েছিল মোহামেডান। ৬০তম মিনিটে বেসেরা হেড লক্ষ্য রাখেতে না পারায় এগিয়ে যেতে পারেনি বসুন্ধরা কিংস। একটু পর মোহামেডানের দিয়াবা বসুন্ধরার গোলবারে শট নেন। তবে শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মোহামেডানের আর এগিয়ে যাওয়া হয়নি।

৭৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরা কিংসের ইয়াসিন খান। দুই দলই দশ জন নিয়ে লড়াই শুরু করে। এ নিয়ে টানা দুই ম্যাচে লাল কার্ড দেখলো বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। এর আগের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ডিফেন্ডার তারিক কাজী।

দশজনের দলে পরিণত হয়েই ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করেন চিলিয়ান ফরওয়ার্ড বেসেরা। রবিনিয়োর থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। লিগে এটি ছিলো তার ১৫তম গোল। ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নম্বরে অবস্থান করছেন তারই সতীর্থ রবিনিয়ো।

গোলের পর পরই অফসাইডের দাবি তুলেছিল মোহামেডানের ফুটবলাররা। তবে রেফারি কিংবা লাইন্সম্যানের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। ম্যাচ শেষের বাঁশি বাজার পর রেফারির সিদ্ধান্ত নিয়ে ডাগআউটে কিছুটা উত্তাপ ছড়ায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ হলো জার্মানির জোয়াকিম লো অধ্যায়

শেষ হলো জার্মানির জোয়াকিম লো অধ্যায়

সাউথগেটের মধুর প্রতিশোধ, জার্মানিদের বিদায় করলো ইংলিশরা

সাউথগেটের মধুর প্রতিশোধ, জার্মানিদের বিদায় করলো ইংলিশরা

দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন মেন্ডিস-ডিকওয়েলা-গুণাথিলাকা

দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন মেন্ডিস-ডিকওয়েলা-গুণাথিলাকা

আমিরাত-ওমানের চার ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমিরাত-ওমানের চার ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ