লা লিগার জন্য মেসির চুক্তি আটকে আছে : বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০২ জুলাই ২০২১
লা লিগার জন্য মেসির চুক্তি আটকে আছে : বার্সেলোনা

বুধবার (৩০ জুন) মধ্যরাতে শেষ হয়েছে বার্সেলোনা এবং লিওনেল মেসির মধ্যকার ২০ বছরের চুক্তি। তবে বার্সেলোনার দেওয়া চুক্তিতে লিওনেল মেসি রাজি আছেন বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লোপার্তে। লা লিগার অর্থনৈতিক নিয়ন্ত্রণের কারণে লিওনেল মেসির সাথে চুক্তি এখনও আটকে আছে বলে জানিয়েছেন তিনি।

মেসি ২০০০ সালের ১৩ সেপ্টেম্বর প্রথমবারের মত বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হন। এরপর থেকে ২০২১ সাল পর্যন্ত একদিনের জন্যও ফ্রি এজেন্ট হননি। তবে এবার চুক্তি শেষ হওয়ায় এখন ফ্রি এজেন্ট হিসেবেই আছেন তিনি। মেসির সাথে নতুন চুক্তি করতে লা লিগার বিশেষ অনুমতি লাগবে, সে অনুমতির অপেক্ষায় আছে বার্সেলোনা।

লিওনেল মেসির ফ্রি এজেন্ট হওয়ার দিনে বার্সেলোনা সভাপতি জোয়ান লোপার্তে জানান, 'কথা বার্তা এগিয়েছে। সে (লিওনেল মেসি) এখানে থাকতে চায় এবং তাকে রাখার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। তবে আমাদের অর্থনৈতিক বিষয়টাও স্বচ্ছ রাখতে হবে।'

তিনি আরও বলেন, 'এখানে অনেক অপশন্স আছে। তবে দুই পক্ষের জন্য সবচেয়ে সুবিধাজনক অপশনটাই বেঁছে নিবো। কারণ আমরা তাকে রাখতে চাই এবং সে থাকতে চায়। আমরা যতটুকু সম্ভব তাকে প্রতিযোগিতামূলক দল দিবো।'

২০১৩ সাল থেকে লা লিগায় অর্থনৈতিক বিষয় নিয়ন্ত্রণের জন্য নিয়ম করা হয়েছে। সে নিয়মানুযায়ী একটি ক্লাব নির্দিষ্ট পরিমাণ অর্থের বেশি খরচ করতে পারবে না। লিওনেল মেসির সাথে চুক্তি করলে সে নিয়মের ব্যতয় ঘটবে। এ কারণে মেসির সাথে চুক্তির আগে লা লিগা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি পেয়ে গেলেই সম্পন্ন হবে দুই পক্ষের মধ্যকার কাঙ্খিত চুক্তি।

সর্বশেষ মৌসুমে সবচেয়ে বেশি আয় করা ক্লাবের তালিকায় এক নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। সর্বশেষ মৌসুমে তাদের আয় হয়েছিল ১২৫ মিলিয়ন ইউরো। করোনা মহামারিরও তাদের আয়ে প্রভাব ফেলতে পারেনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :