এমবাপেকে নিয়ে রিয়ালে নতুন গুঞ্জন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ এএম, ২০ আগস্ট ২০২১
এমবাপেকে নিয়ে রিয়ালে নতুন গুঞ্জন

বেশ কিছু ধরেই ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদের যাওয়ার গুঞ্জন চলছে। এবার এ গুঞ্জনকে আরও শক্তিশালী করলেন রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। জানালেন, কিছুদিনের মধ্যেই প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) একজন রিয়াল মাদ্রিদে যোগ দিবেন।

পিএসজি আগে থেকেই ছিল তারার মেলা। চলতি গ্রীষ্মকালীন দলবদলে যোগ দিয়েছে জর্জিনিয়ো উইনালডাম, জিয়ানলুইজি ডোনারুমা, আশরাফ হাকিম এবং সার্জিও রামোস। এরপরেই যোগ দেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।

লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই গুঞ্জন উঠে কিলিয়ান এমবাপে দল ছাড়বেন। যোগ দিতে চান স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। সম্প্রতি একটি পডকাস্টে টনি ক্রুস জানান, পিএসজি থেকে রিয়ালে আসবেন একজন। এছাড়াও মেসির বার্সেলোনার ছাড়ার বিষয়েও কথা বলেন তিনি।

মেসির বার্সেলোনার ছাড়ার বিষয়ে ক্রুস বলেন, ‘দেখা যাকে কি হয়। মেসি পিএসজিতে যাওয়ায় আমাদের জন্য ভালো হবে। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব তাদের সেরা খেলোয়াড়কে হারিয়েছে।’

এরপরেই এমবাপে নিয়ে মন্তব্য করেন টনি ক্রুস। যা কিনা এমবাপেকে নিয়ে চলা গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। বলেন, ‘মেসির যাওয়ার ধারাবাহিকতায় ভালো কিছুই হতে পারে। হয়তো পিএসজি থেকে কেউ আমাদের সঙ্গে যোগ দিবে। আমি জানি না কি হবে।’

কিলিয়ান এমবাপেকে দলে ধরে রাখতে বদ্ধ পরিকর পিএসজি। মেসি যোগ দেওয়ার সংবাদ সম্মেলনে ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি বলেন, ‘এমবাপে খুবই লড়াকু মানসিকতার। সে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করার মতো দল যায়। এখন কোনো অজুহাতের সুযোগ নেই।’

এমবাপে অবশ্য পিএসজির সাথে নতুন চুক্তিতে রাজি হননি। আগামী ২০২২ সালের ৩০ জুন শেষ হবে পিএসজির সাথে এমবাপের বর্তমান চুক্তির মেয়াদ। পিএসজির দেওয়া লোভনীয় চুক্তির প্রস্তাব গ্রহণ না করায় প্যারিসে তার থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির পিএসজি অভিষেকের সম্ভাব্য তারিখ ২৯ আগস্ট

মেসির পিএসজি অভিষেকের সম্ভাব্য তারিখ ২৯ আগস্ট

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

বার্সার ঋণ ১.৩৫ বিলিয়ন ইউরো, শঙ্কিত সভাপতি লাপোর্তা

বার্সার ঋণ ১.৩৫ বিলিয়ন ইউরো, শঙ্কিত সভাপতি লাপোর্তা

নিজেকে নিয়ে ‘খেলতে’ দেবে না, মুখ খুললেন রোনালদো

নিজেকে নিয়ে ‘খেলতে’ দেবে না, মুখ খুললেন রোনালদো