লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১৮ আগস্ট ২০২১
লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

রবার্ট লেভানডোস্কির জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোল হারালো বায়ার্ন মিউনিখ। এতে জার্মান সুপার কাপের টানা দ্বিতীয় শিরোপা নিজেদের করে নিয়েছে বায়ার্ন।

ডর্টমুন্ডের ঘরের মাঠে সিগনাল ইডুনা পার্কে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ৪১তম মিনিটে দলকে এগিয়ে নেন লেভানডোস্কি। এরপর দুই দল কোনো গোল করতে না পারায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

বিরতি থেকে ফিরে দলের ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। ৬৪ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করে ব্যবধান কমান মার্কো রিউস।

জার্মান সুপার কাপে বায়ার্ন এবং ডর্টমুন্ডের এ লড়াইকে ভাবা হয়েছিল লেভানডোস্কি বনাম আর্লিং হল্যান্ডের মধ্যকার লড়াই। তবে মাঠের খেলায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি হল্যান্ড। ম্যাচের ৫২তম মিনিটে একটি গোল করেছিলেন হল্যান্ড। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়েছি।

ম্যাচের ৭৪তম মিনিটে বাভারিয়ানদের হয়ে শেষ গোল করেন লেভানডোস্কি। সাবেক ক্লাবের বিপক্ষে পোলিশ স্ট্রাইকারের ২৪তম গোল। এছাড়াও সুপার কাপে নিজের পঞ্চম গোল করেছিলেন জার্মান ফরওয়ার্ড টমাস মুলার।

বাভারিয়ানদের নতুন বস জুলিয়ান নাগেলসম্যানের অধীনে এটি প্রথম জয়। বুন্দেসলিগা প্রথম ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করে বায়ার্ন মিউনিখ। জার্মান কাপের ইতিহাসে এটি বাভারিয়ানদের নবম এবং টানা দ্বিতীয় শিরোপা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সার ঋণ ১.৩৫ বিলিয়ন ইউরো, শঙ্কিত সভাপতি লাপোর্তা

বার্সার ঋণ ১.৩৫ বিলিয়ন ইউরো, শঙ্কিত সভাপতি লাপোর্তা

মাত্র ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানসিটিতে যেতে চান রোনালদো!

মাত্র ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানসিটিতে যেতে চান রোনালদো!

রোনালদোকে দলে ভেড়াতে চান রিয়াল বস আনচেলত্তি

রোনালদোকে দলে ভেড়াতে চান রিয়াল বস আনচেলত্তি

আফগানিস্তান ক্রিকেটে দৃষ্টি রাখছে আইসিসি

আফগানিস্তান ক্রিকেটে দৃষ্টি রাখছে আইসিসি