এরিকসনের জীবন বাঁচানো চিকিৎসকরা পাচ্ছেন পুরষ্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ এএম, ২৫ আগস্ট ২০২১
এরিকসনের জীবন বাঁচানো চিকিৎসকরা পাচ্ছেন পুরষ্কার

চিকিৎসকদের তাৎক্ষণিক তৎপরতায় বেঁচে গিয়েছিল ক্রিস্টিয়ান এরিকসনের জীবন। এরিকসনের জীবন বাঁচানো চিকিৎসক দল এবং ডেনমার্ক জাতীয় দলের সিমোন কেয়া পাচ্ছেন উয়েফার স্বীকৃতি। চলতি ২০২১ সালের উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা।

চলতি বছরের ১২ জুন কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামের ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচের ৪৩তম মিনিটে হঠাৎই মাঠে পড়ে যান ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। প্রথমেই ডেনমার্কের অধিনায়ক সিমোন কেয়া তাকে সিপিআর দেন। ততক্ষণে ডেনমার্কের চিকিৎসক দল মাঠে এসে এরিকসেনের হৃদযন্ত্রে কাজ স্বাভাবিক করার চেষ্টা করেন।

মাঠে চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় হাসপাতালে। মাঠে এভাবে অসুস্থ হয়ে পড়ায় স্থম্ভিত হয়ে পড়েছিল পুরো ক্রীড়া বিশ্ব। সবাই এরিকসনের সুস্থতায় প্রার্থনা করেছিলো। পরবর্তীতে সুস্থ হয়ে ঘরে ফেরেন তিনি। যদিও এখনও মাঠে ফেরেননি তিনি।

এরিকসনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ডেনমার্ক দলের চিকিৎসক, উয়েফা ভেন্যু চিকিৎসক, অন সাইট চিকিৎসক এবং ডেনমার্ক অধিনায়ক সিমোন কেয়া পাচ্ছেন উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা মঙ্গলবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তিদের ইউরো ২০২০ এর ‘সত্যিকারের নায়ক’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন উয়েফা সভাপতি আলেকসান্দ্রো সেফারিন। অসাধারণ সাফল্য, পেশাগর শ্রেষ্ঠত্ব এবং অনুকরনীয় ব্যক্তিগত গুণাবলীর জন্য এ পুরষ্কার দেওয়া হয়ে থাকে।

উয়েফা সভাপতি বলেন, ‘এ বছরের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফুটবলকে ছাড়িয়ে গেছে। জীবন কতটা মূল্যবান তা বোঝাতে সক্ষম হয়েছে এ পুরষ্কার। সুস্থ হওয়ার পথে থাকা ক্রিস্টিয়ান এরিকসন এবং তার পরিবারের আমার শুভকামনা রইলো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ফুটবলার নিয়ে শঙ্কা

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ফুটবলার নিয়ে শঙ্কা

আবারও এমবাপের দলবদল গুঞ্জন, লড়াইয়ে দুই ক্লাব

আবারও এমবাপের দলবদল গুঞ্জন, লড়াইয়ে দুই ক্লাব

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে মেসিকে চান বেকহ্যাম

মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে মেসিকে চান বেকহ্যাম