আর্সেনালকে গোলবন্যায় ভাসালো ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৯ আগস্ট ২০২১
আর্সেনালকে গোলবন্যায় ভাসালো ম্যানসিটি

ম্যাচের ১২ মিনিটের মধ্যে দুই গোল হজম করা আর্সেনাল একটি লাল কার্ড দেখে আরও পিছিয়ে পড়ে। ম্যাচের ৩৫তম মিনিটে লাল কার্ড দেখেন ঝাকা। ১০ জনের আর্সেনালকে পেয়ে গোলবন্যায় ভাসানোর সুযোগ হাতছাড়া করেনি পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি।

শনিবার (২৮ আগস্ট) ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন গুন্ডুয়ান এবং ফেরান তোরেস। ম্যাচের ১২ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মিকেল আতের্তার আর্সেনাল।

কোণঠাসা হয়ে পড়া আর্সেনাল আরও দুর্দাশার মধ্যে পড়ে ম্যাচের ৩৫তম মিনিটে গ্রিনিত ঝাকা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। প্রতিপক্ষ দলে একজন কম থাকার সুযোগ নিয়ে প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে জালে বল জড়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।

২০২১-২২ মৌসুমের প্রথম তিন ম্যাচেই হারের মুখ দেখলো আর্সেনাল। এখনও প্রতিপক্ষের জালে কোনো বল জড়াতে পারেনি গানাররা। ১৯৫৩-৫৪ মৌসুমের পর প্রথমবার এমন ঘটনা ঘটালো আর্সেনাল।

প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে হারলেও টানা দুই ম্যাচ জিতে রেসে ফিরেছে সিটিজেনরা। শিরোপা ধরে রাখার মিশনে নিজেদেরকে সঠিক পথেই রেখেছে তারা।

ইতিহাদে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল সিটিজেনরা। ম্যাচজুড়ে ৮১ শতাংশ বলের দখল রাখার পাশাপাশি ২৫ টি শট নেয় ম্যানসিটি। অপরদিকে পুরো ম্যাচে একবারই শট নিয়েছিল আর্সেনাল, সে শটও লক্ষ্যে রাখতে পারেনি গানাররা। তাই তো সিটিজেন গোলরক্ষক এডারসনকে দিতে হয়নি বড় কোনো পরীক্ষা।

ম্যাচের ৭ম মিনিটে জেসুসের করা ক্রসে সেটপিস থেকে গোল করেন গন্ডুয়ান। এর পাঁচ মিনিট পর আলতো টোকায় বল জালে জড়ান ফেরান তোরেস।

ম্যাচের ৩৫তম মিনিটে জোয়াও কানসেলোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গ্রিনিত ঝাকা। ঝাকা মাঠ থেকে বের হয়ে গেলে আক্রমণের ধার আরও বাড়িয়ে তোলে ম্যানচেস্টার সিটি। ৪৩তম মিনিটে নতুন রিক্রুট জ্যাক গ্রিলিশের সাথে দারুণ বোঝাপড়ায় দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন জেসুস।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আবারও দলের ব্যবধান বাড়ায় ম্যানচেস্টার সিটি। এরপর স্কোর শিটে নাম তোলেন রদ্রি। ফেরান তোরেসের ব্যাক পাস থেকে পাওয়া বল নিচু শটে লক্ষ্যভেদ করেন এ স্প্যানিশ মিডফিল্ডার।

ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবারও জালে বল ঢোকান তোরেস। এবার রিয়াদ মাহারেজের ক্রস থেকে দুর্দান্ত এক সেটপিসে লক্ষ্যভেদ করেন তিনি। এতেই সিটিজেনদের ৫-০ গোলে জয় নিশ্চিত হয়।

লিগে তিন ম্যাচে দুই জয় এবং এক হার নিয়ে ছয় পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে লিগে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি আর্সেনাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোজয়ী ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

ইউরোজয়ী ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

বাংলাদেশি জিদান মিয়া খেলবেন লা লিগা

বাংলাদেশি জিদান মিয়া খেলবেন লা লিগা

ব্রাজিল দলে ডাক পেলেন আরও ৯ ফুটবলার

ব্রাজিল দলে ডাক পেলেন আরও ৯ ফুটবলার

চ্যাম্পিয়ন্স লিগ : আবারও মুখোমুখি বায়ার্ন-বার্সেলোনা, ম্যানসিটি-পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ : আবারও মুখোমুখি বায়ার্ন-বার্সেলোনা, ম্যানসিটি-পিএসজি