পিএসজির হয়ে এবার চ্যাম্পিয়নস লিগে মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১
পিএসজির হয়ে এবার চ্যাম্পিয়নস লিগে মেসি

পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগে অভিষেকের পর এবার চ্যাম্পিয়নস লিগেও মাঠে নামতে প্রস্তুত হয়ে আছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক বিরতির আগে রেইমসের মাঠে পিএসজির জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামেন লিও। তবে আন্তর্জাতিক বিরতি কাটিয়ে এখনও মাঠে ফেরা হয়নি তার।

আন্তর্জাতিক বিরতি শেষে ফ্রেঞ্চ লিগ নয় সরাসরি চ্যাম্পিয়নস লিগ দিয়ে মাঠে ফিরবেন লিওনেল মেসি। এমনই আভাস দিয়েছেন পিএসজির কোচ মারিসিও পচেত্তিনো। ক্লাব ব্রুগের ব্রাগার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ২২ সদস্যের স্কোয়াডেও জায়গা পেয়েছেন তিনি।

আন্তর্জাতিক বিরতি শেষে মেসি মাঠে ফিরলেও এখনও মাঠে ফেরার উপযুক্ত হননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস। এখনও ইনজুরির সাথেই লড়াই করছেন তিনি।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। এছাড়াও রয়েছেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা এবং কেইলর নাভাস। সর্বশেষ লিগ ম্যাচে পিএসজির গোলবার সামলেছিলেন ডোনারুম্মা। তার উপরই হয়তো ভরসা রাখবেন কোচ পচেত্তিনো।

পিএসজির হয়ে মাঠে নামতে পারবেন না আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। নিষেধাজ্ঞা থাকায় তিনি এ ম্যাচ মিস করবেন।

এর আগে প্রত্যেকবারই বার্সেলোনার জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগ মাতিয়েছিলেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছেদ করে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোয় এবার আর কাতালানদের জার্সিতে নয় দেখা যাবে প্যারিসের জার্সিতে।

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১৪৯ ম্যাচে ১২০ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন লিওনেল মেসি। তবে সব রেকর্ডই ছিল বার্সার হয়ে। এবার আর বার্সা নয়, পুরনো মঞ্চে নতুন ক্লাব পিএসজির হয়ে মাঠে নামবেন তিনি। পুরনো মঞ্চ, তবে নতুন অভিষেকের অপেক্ষায় মেসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ চায় কনকাকাফ

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ চায় কনকাকাফ

গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ছাড়াই চ্যাম্পিয়নস লিগে নামছে চেলসি

গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ছাড়াই চ্যাম্পিয়নস লিগে নামছে চেলসি

সব ম্যাচে খেলবেন না রোনালদো : ম্যানইউ কোচ

সব ম্যাচে খেলবেন না রোনালদো : ম্যানইউ কোচ

বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেন উয়েফা প্রধান

বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেন উয়েফা প্রধান