এভারটন ছেড়ে কাতারের ক্লাবে রদ্রিগেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১
এভারটন ছেড়ে কাতারের ক্লাবে রদ্রিগেজ

এভারটন ছেড়ে কাতারের ক্লাব আল রাইয়ানে যোগ দিচ্ছেন কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। তবে চুক্তির মেয়াদ কিংবা ট্রান্সফার ফি নিয়ে কোনো কিছু জানানো হয়নি।

সর্বশেষ ২০২০-২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ থেকে এভারটনে যোগ দেন হামেস রদিগেজ। ফ্রি ট্রান্সফারে তাকে দলে টেনেছিল প্রিমিয়ার লিগের দলটি। এভারটনের হয়ে এক মৌসুম খেলে ২৬ ম্যাচে ৬ গোলের পাশাপাশি ৯ অ্যাসিস্ট করেছিলেন তিনি।

কোচ কার্লো আনচেলত্তির বিদায়ের পর থেকেই দলে নিজেকে হারিয়ে খুঁজছিলেন হামেস রদ্রিগেজ। নতুন কোচ রাফায়েল বেনিতেজের পরিকল্পনায় না থাকায় নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন তিনি।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বিস্ময় ছিলেন হামেস রদ্রিগেজ। ২০১৪-১৫ মৌসুমের শুরুতে আট কোটি ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। তবে রিয়ালে কখনই নিজের জায়গা পাকাপোক্ত করে নিতে পারেননি তিনি।

২০১৭ থেকে ২০১৯ মৌসুম পর্যন্ত বায়ার্ণে খেলার আগে ও পরে মিলিয়ে মোট ৩৭ গোল করেন হামেস রদ্রিগেজ। রিয়ালের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা সহ আরও কয়েকটি শিরোপা।

৩০ বছর বয়সী হামেস ইউরোপিয়ান ক্লাবে সুবিধা করতে না পেরেই এশিয়াতে পাড়ি জমিয়েছেন। আল রাইয়ান কাতারের লিগে দুই রাউন্ড শেষে লিগ টেবিলের আট নম্বরে আছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ছিলেন না মেসি, নেইমার-এমবাপেকে ছাড়িয়ে জয়ের নায়ক হাকিমি

ছিলেন না মেসি, নেইমার-এমবাপেকে ছাড়িয়ে জয়ের নায়ক হাকিমি

ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন লেভানডোভস্কি

ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন লেভানডোভস্কি

দলের ভালোর জন্যই মেসিকে তুলে নেওয়া হয়েছে : পচেত্তিনো

দলের ভালোর জন্যই মেসিকে তুলে নেওয়া হয়েছে : পচেত্তিনো

হেজাজি-সামির শাকিরের পর অস্কার ব্রুজেন

হেজাজি-সামির শাকিরের পর অস্কার ব্রুজেন