ইংলিশ লিগের সেরা একাদশে ম্যানসিটির পাঁচ খেলোয়াড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৯ এপ্রিল ২০১৮
ইংলিশ লিগের সেরা একাদশে ম্যানসিটির পাঁচ খেলোয়াড়

পাঁচ ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা একাদশে তাই চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের দাপটই বেশি। একাদশের পাঁচজনই ম্যানসিটির।

পেপ গার্দিওলা আবারও প্রমাণ করলেন, কেন তাকে বিশ্বসেরা কোচ হিসেবে বিবেচনা করা হয়। গত মৌসুমে সিটিজেনদের দায়িত্ব নিলেও চ্যাম্পিয়ন করাতে পারেননি প্রিমিয়ার লিগে। এক মৌসুম শিরোপা খরা থাকার পর ২০১৭-১৮ মৌসুমে দাপট দেখিয়ে শিরোপা জিতিয়েছেন ম্যানসিটিকে। পাঁচ ম্যাচ হাতের দ্বিতীয় স্থানে থাকা নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে থেকে আকাশি-নীলরা নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের শিরোপা।

এই সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ম্যানসিটির পাঁচ খেলোয়াড়- কেভিন ডি ব্রুইন, দাভিদ সিলভা, সের্হিয়ো আগুয়েরো, নিকোলাস ওতামেন্দি ও কাইল ওয়াকার জায়গা পেয়েছেন পিএফএর বর্ষসেরা একাদশে। মাঠের ফুটবলের মতো বর্ষসেরা একাদশেও তাই ম্যানসিটির আধিপত্য।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল মোহাম্মদ সালাহ আছেন প্রত্যাশামতোই। তার মতো আরেক ‘গোলমেশিন’ হ্যারি কেইনও জায়গা পেয়েছেন। এই একাদশে গোলবারের নিচে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে গেয়া। বাকি জায়গাগুলোতে টটেনহাম ডিফেন্ডার ইয়ান ভারটোগেন ও মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের সঙ্গে রয়েছেন চেলসির লেফটব্যাক মার্কোস আলোনসো। গোল ডটকম

পিএফএ বর্ষসেরা একাদশ
দাভিদ দে গেয়া, কাইল ওয়াকার, ইয়ান ভারটোগেন, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আলোনসো, দাভিদ সিলভা, কেভিন ডি ব্রুইন, ক্রিস্টিয়ান এরিকসেন, মোহাম্মদ সালাহ, হ্যারি কেইন, সের্হিয়ো আগুয়েরো।


শেয়ার করুন :


আরও পড়ুন

০৫ এপ্রিল : টিভিতে আজকের খেলা

০৫ এপ্রিল : টিভিতে আজকের খেলা

রোনালদোর গোল ইতিহাসে সেরা, তবে আমার মত নয় : জিদান

রোনালদোর গোল ইতিহাসে সেরা, তবে আমার মত নয় : জিদান

পিছিয়ে পড়েও সেভিয়াকে হারাল বায়ার্ন

পিছিয়ে পড়েও সেভিয়াকে হারাল বায়ার্ন

নতুন হেয়ার স্টাইলে নেইমার

নতুন হেয়ার স্টাইলে নেইমার