শীত এলেই ঠান্ডা হয়ে যান রুদ্রিগো!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
শীত এলেই ঠান্ডা হয়ে যান রুদ্রিগো!

শীত মৌসুমটা স্প্যানিশ ফুটবলে আসে ভালো কিছুর বার্তা নিয়ে। তবে এটা যেন মানতে রাজি নন ব্রাজিলিয়ান তারকা রুদ্রিগো গোয়েজ। কেননা, শীত এলেই নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন রিয়াল ফরোয়ার্ড। গোল করার সেই তেজটা দেখা যায় না।

রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই রুদ্রিগোর অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে। শীতের মৌসুম এলেই পা চলতে চায় না তার। গোলের খাতায় দেখা দেয় খরা। চলতি মৌসুমের শেষ দুই ম্যাচেও দেখা গেছে এমনটা।

রুদ্রিগোর এমন গোলখরা ভাবাচ্ছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে। তাকে নজর দিতে হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিকল্পের দিকে। ফলে রুদ্রিগোর জায়গাটা দখল করে নিয়েছেন স্প্যানিয়ার্ড মার্কো অ্যাসেনসিও।

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে রুদ্রিগোর জায়গায় আনচেলত্তি যে অ্যাসেনসিওকে নামাবেন, তাতে কোনো সন্দেহ নেই। শেষ তিন ম্যাচে লস ব্লাঙ্কোসদের হয়ে মাত্র ৩৮ মিনিট খেলেছেন রুদ্রিগো।

রিয়ালে রুদ্রিগোর সবচেয়ে স্বপ্নীল সময়টা এসেছিল প্রথম মৌসুমে। ওসাসুনার বিপক্ষে একটি গোল এবং গ্যালাতাসারয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক দিয়ে শুরুটা খুব ভালো করেছিলেন তিনি। এরপরই শুরু দুঃসময়। টানা পাঁচ ম্যাচে ছিলেন না স্কোয়াডে।

রিয়ালে আসার পর এ পর্যন্ত ৯০টি ম্যাচে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা। তাতে গোল করেছেন মাত্র ১১টি। এরমধ্যে গত শীত মৌসুমের ২১ ডিসেম্বর থেকে ২০ মার্চ পর্যন্ত কেবল একটি গোলই করতে পেরেছিলেন রুদ্রিগো। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলটি করেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

এমবাপের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

এমবাপের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি