শৃঙ্খলা ভঙের কাঠগড়ায় বায়ার্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৭ এপ্রিল ২০১৮
শৃঙ্খলা ভঙের কাঠগড়ায় বায়ার্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগ সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর শৃঙ্খলা ভঙের অভিযোগ উঠেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

বুধবার রাতে সেমির প্রথম লেগ শেষে আঁলিয়াজ এরিনা স্টেডিয়ামের মাঠে প্রবেশ করেন বেশ কিছু বায়ার্ন সমর্থক। যা নজর এড়ায়নি ইউয়েফার। পাশাপাশি এমন ঘটনা ভালোও লাগেনি ইউয়েফার।

এক বিবৃতির মাধ্যমে ইউয়েফা জানিয়েছে, মাঠে সমর্থক ঢুকে পড়ায় অভিযুক্ত করা হয়েছে বায়ার্নকে। এসব সমর্থকদের বিপক্ষে আরও বড় অভিযোগও রয়েছে। তা’হলো- ম্যাচ চলাকালীন তারা আপত্তিকর ব্যানারও প্রদর্শন করেছেন।

আগামী ৩১ মে শৃঙ্খলা ভঙের জন্য বায়ার্নের বক্তব্য শুনবে ইউয়েফা। বায়ার্ন ভক্তরা অবশ্য মাঠে ঢুকেছিলেন কোন অপ্রিতিকর ঝামেলা করার জন্য নয়। এক সমর্থক বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ছবি তুলতেই আমরা ক’জন মাঠে প্রবেশ করি। সবাই না পারলেও আমরা ঠিকই তুলতে পেরেছি। ছবি তুলতে আগ্রহও ছিল রোনাল্ডোর।’


শেয়ার করুন :


আরও পড়ুন

দশ মাদ্রিদের কাছেও পারলো না আর্সেনাল

দশ মাদ্রিদের কাছেও পারলো না আর্সেনাল

পিছিয়ে পড়েও রিয়ালের জয়

পিছিয়ে পড়েও রিয়ালের জয়

ইউরো ২০২৪ : স্বাগতিক হতে বিড জমা দিল জার্মানী

ইউরো ২০২৪ : স্বাগতিক হতে বিড জমা দিল জার্মানী

লিভারপুলের জয়ের নায়ক সালাহ

লিভারপুলের জয়ের নায়ক সালাহ