বার্সেলোনাকে হারিয়ে ইন্টারের টানা জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৫ অক্টোবর ২০২২
বার্সেলোনাকে হারিয়ে ইন্টারের টানা জয়

বল দখল ও প্রতিপক্ষে বারে শটের দিক দিয়ে এগিয়ে থাকলেও সাফল্য পায়নি বার্সেলোনা। উল্টো ঘরের মাঠে বল দখলে পিছিয়ে থেকেও কাজের কাজটি করে নিয়েছে ইন্টার মিলান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বার্সেলোনাকে হারিয়ে পূর্ণ পয়েন্ট ঘরে তুলেছে ইন্টার।

মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাতে সান সিরোয় ‘সি’ গ্রুপের ম্যাচটিতে বার্সেলোনার বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে স্বাগতিক ইন্টার মিলান। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন হাকান কালহানোগলু।

প্রথমার্ধে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে তুর্কী তারকা হাকান চালহানোগ্লু ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন। শেণ পর্যন্ত ওই এক গোলেই পার্থক্য গড়ে দেয় ম্যাচে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার।

লা লিগায় টানা ছয় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এটি তাদের টানা দ্বিতীয় পরাজয়। ফলে গ্রুপে পয়েন্ট তালিকাতেও নিচে নেমে গেছে তারা। অন্যদিকে, বার্সেলোনাকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থনে উঠে গেছে ইন্টার মিলান।

বিরতির পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ম্যাচের ৬১তম মিনিটে উসমান দেম্বেলের কোনাকুনি শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে পোস্টে লাগে। এর পাঁচ মিনিট পর জালে বল পাঠান পেদ্রি, তবে তার আগে বল আনসু ফাতির হাতে লাগায় ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।

গ্রুপের নিজেদের খেলা তিন ম্যাচেই জয় তুলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় ইন্টার মিলান এবং তিনে মেনে গেছে বার্সেলোনা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির জোড়া গোলে এমবাপের পেনাল্টি মিসেও পিএসজির স্বস্তি

মেসির জোড়া গোলে এমবাপের পেনাল্টি মিসেও পিএসজির স্বস্তি

মাঠে গড়ানোর ১৪ মিনিট পর নেইমারদের ম্যাচ পণ্ড

মাঠে গড়ানোর ১৪ মিনিট পর নেইমারদের ম্যাচ পণ্ড

মধুর প্রতিশোধে ঠিকে রইলো পিএসজি

মধুর প্রতিশোধে ঠিকে রইলো পিএসজি

শৃঙ্খলা ভঙের কাঠগড়ায় বায়ার্ন

শৃঙ্খলা ভঙের কাঠগড়ায় বায়ার্ন