পিএসজি ‘ছাড়া নিয়ে’ এমবাপের যত কথন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৫ এপ্রিল ২০২২
পিএসজি ‘ছাড়া নিয়ে’ এমবাপের যত কথন

নতুন দিকে মোড় নিয়েছে এমবাপের পিএসজি অধ্যায়। সম্ভবত শেষের পথেই রয়েছে ফ্রান্স তারকার স্বদেশ ভবিষ্যৎ। এমবাপের পিএসজি ছাড়ার ইচ্ছাটা নতুন নয়। ২০২১ সাল থেকেই নানা সময় আকার ইঙ্গিতে নিজের ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন ফরাসি তারকা।

২০২১ সালের ২৪ আগস্ট প্রথমবার পিএসজি ছাড়ার ইচ্ছা পোষন করেন এমবাপে। বিশ্বের সেরা লিগে খেলতে চান বলে জানিয়েছিলেন তিনি। স্কয়ার ম্যাগাজিনের সঙ্গে আলাপাকালে অকপটেই এমবাপে বলে দিয়েছিলেন, ‘ফরাসি চ্যাম্পিয়নশিপ বিশ্বের সেরা নয়।’

তখন থেকেই এমবাপেকে ঘিরে চারদিকে ছড়িয়েছে গুঞ্জনের জাল। তবে কি চাচ্ছেন ফরাসি তারকা? সেটা জানা গেল এক মাস পর। একই বছরের ৪ অক্টোবর নতুন কিছুর স্বাদ পাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন এমবাপে।

তিনি বলেছিলেন, ‘কেন আমি চলে যেতে চাই? কারণ আমার রোমাঞ্চকর মুহূর্তগুলো শেষ। আমি অন্য কিছু আবিষ্কার করতে চাই।’

২০২১ সালের ২৯ নভেম্বর লিগ ওয়ান এবং চ্যাম্পিয়নস লিগে দারুণ খেলার পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন এমবাপে। তখন ফরাসি তারকা বলেছিলেন, ‘অবশ্যই আমার চূড়ান্ত লক্ষ্য একটি অথবা একাধিক ব্যালন ডি’অর জেতা। তবে এটি অর্জনের জন্য একটি প্রক্রিয়া (সেরা লিগে খেলা) আছে।’

সেই বছরই ১৬ ডিসেম্বর ‘প্যারিস ম্যাচ’ ম্যাগাজিনের সাথে একটি সাক্ষাৎকারে নিজের সুপ্ত ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।

এমবাপে বলেছিলেন, ‘আমি নিজেকে আবিষ্কার করতে চাই, অন্যান্য জায়গা ভ্রমণ করতে চাই, অন্যান্য খেলোয়াড়দের সাথে দেখা করতে চাই, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে চাই।’

প্যারিস ছেড়ে অন্য ক্লাবে গিয়ে জীবনের স্বাদ পেতে চান জানিয়ে ২৩ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘টাকার চেয়ে ব্যক্তিগত বন্ধন অনেক বেশি আনন্দের। টাকা জমা করার চেয়ে জীবনের অভিজ্ঞতা অর্জন করাটা বেশি গুরুত্বপূর্ণ।’

২০২১ সালের শেষের দিকে ২৮ ডিসেম্বর এমবাপে জানিয়েছিলেন, চুক্তি শেষ হলেই তিনি চলে যেতে চান। ফরাসি তারকা বলেছিলেন, ‘জানুয়ারিতে আমি রিয়াল মাদ্রিদে যাবো না। আমার দল, খেলোয়াড় এবং ভক্তদের সম্মানের জন্য বাকি ছয় মাস আমাকে খেলতে হবে।’

চলতি বছরের ২২ মার্চ রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে বেশ হতাশ হয়ে পড়েছিলেন এমবাপে। সেটা প্রকাশ পেল সতীর্থ পল পগবার সঙ্গে আলাপকালে। তখন বেশ বিরক্তি নিয়েই পল পগবাকে বলেছিলেন, ‘আমি একটু বিরক্ত...’

সর্বশেষ ৩ এপ্রিল লরিয়েন্টের বিপক্ষে ম্যাচ শেষ এমবাপে জানিয়েছেন তার ফ্রান্স ছাড়ার কথা। তিনি বলেন, ‘আমি এখনও সিদ্ধান্ত নেইনি। তবে নতুন কিছু একটা আছে। সেটা আসলে কী? জানাবো। আমি শান্ত আছি এবং আমার পরিবারের জন্য সেরা সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করছি।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার পিএসজি সমর্থকদের দুয়োর শিকার রামোস

এবার পিএসজি সমর্থকদের দুয়োর শিকার রামোস

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ

পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ

অবশেষে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে!

অবশেষে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে!