সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুলের কোচ ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৫ এপ্রিল ২০২২
সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুলের কোচ ক্লপ

চুক্তি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল লিভারপুল আর মোহাম্মদ সালাহ’র মধ্যে। শঙ্কা জেগেছিল হয়তো লিভারপুলে থাকবেন না মোহাম্মদ সালাহ। সেই শঙ্কার অবসান ঘটিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। জানিয়েছেন, সালাহ’র সাথে চুক্তির দিকে বেশ এগিয়েছে লিভারপুল।

আগামী ২০২২-২৩ মৌসুম পর্যন্ত লিভারপুলের সাথে চুক্তি আছে মোহাম্মদ সালাহ’র। তাকে ধরে রাখতেই বেশ আগে থেকেই চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল অলরেডরা।

তবে চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও বেতন নিয়ে সমাঝোতায় পৌঁছাতে না পারায় তার ক্লাবে থাকা না থাকা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। ধারণা করা হচ্ছিলো হয়তো ক্লাবও ছাড়তে পারেন তিনি। তবে সেই শঙ্কা কেটেছে লিভারপুলেই থাকবেন সালাহ। এমনটাই জানিয়েছেন কোচ ক্লপ।

তিনি বলেন, ‘আমি এটি (চুক্তি) নিয়ে সন্তুষ্ট। কারণ সেখান নতুন করে আলোচনা করার মতো কিছুই নেই। এটা ভালো দিক। দুই পক্ষ একে অপরের সাথে আলাপ আলোচনা করেছি। আর আমি এটাই চাই।’

ক্লপ জানিয়েছেন, দুই পক্ষ নতুন একটি চুক্তিতে উপনীত হয়েছে। এতে ক্যারিয়ারের শেষ পর্যন্ত লিভারপুলেই থাকবেন সালাহ।

মিশরীয় এই তারকা এখন পর্যন্ত লিভারপুলের হয়ে ২৪০ ম্যাচ খেলে ১৫৩ গোল করেছেন। ২০১৭ সালে ইংলিশ ক্লাব চেলসি থেকে লিভারপুলে নাম লেখান সালাহ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ট্রফি দিয়ে লিভারপুল ক্যারিয়ার বিচার করেন না ক্লপ

ট্রফি দিয়ে লিভারপুল ক্যারিয়ার বিচার করেন না ক্লপ

আফ্রিকান বলেই লিভারপুলে কম বেতন পাচ্ছেন সালাহ!

আফ্রিকান বলেই লিভারপুলে কম বেতন পাচ্ছেন সালাহ!

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ

রোমাঞ্চ ছড়িয়ে লিগ কাপের শিরোপা লিভারপুলের

রোমাঞ্চ ছড়িয়ে লিগ কাপের শিরোপা লিভারপুলের