লিভারপুলের সাথে আরও দুই বছরের চুক্তি করেছেন সালাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১০ পিএম, ১১ এপ্রিল ২০২৫
লিভারপুলের সাথে আরও দুই বছরের চুক্তি করেছেন সালাহ

লিভারপুলের সাথে নতুন করে দুই বছরের চুক্তি করেছেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। নতুন এ চুক্তির সুবাদে ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন তিনি।

২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে পাড়ি দেওয়ার পর লিভারপুলের হয়ে ৩৯৪টি ম্যাচে ২৪৩টি গোল করেছেন সালাহ। ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয়স্থানে উঠে এসেছেন তিনি।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন সালাহ। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ২৭টি গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ গোল করেছেন তিনি।

৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে তারা। লিগে এখনও সাত ম্যাচ বাকি আছে।

লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় বড় ট্রফি জিতেছেন সালাহ।

নতুনভাবে লিভারপুলের সাথে চুক্তি নিয়ে ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে সালাহ বলেন, “অবশ্যই আমি খুবই খুশি। আমাদের এখন একটি দুর্দান্ত দল আছে। আগেও আমাদের দুর্দান্ত দল ছিল। কিন্তু আমি নতুন করে চুক্তিবদ্ধ হয়েছি কারণ আমার মনে হয় আমাদের আরও ট্রফি জয়ের সুযোগ আছে।”

তিনি আরও বলেন, “এটা দারুণ,আমার সেরা বছরগুলো এখানে কেটেছে। আমি এ পর্যন্ত এখানে আট বছর খেলেছি, আশা করি এটি দশ বছর হবে। এখানে আমার জীবন উপভোগ করছি, আমার ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানে কেটেছে।”


বিষয়ঃ

শেয়ার করুন :