ইনজুরিতে মৌসুমের বাকি অংশে নেই আর্সেনাল তারকা টিয়েরনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৬ এপ্রিল ২০২২
ইনজুরিতে মৌসুমের বাকি অংশে নেই আর্সেনাল তারকা টিয়েরনি

হাঁটুর ইনজুরিতে পড়েছেন আর্সেনাল ডিফেন্ডার কাইরেন টিয়েরনি। ইনজুরির কারণে চলতি ২০২১-২২ মৌসুমের বাকি অংশে মাঠে নামতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল কর্তৃপক্ষ।

সোমবার (৪ এপ্রিল) ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ ব্যবধানে হারে আর্সেনাল। এই ম্যাচের আগে অনুশীলন সেশনে ইনজুরিতে পড়েন টিয়েরনি। এ কারণে মাঠেও নামতে পারেননি তিনি। ম্যাচের পর জানানো হয়, ইনজুরির কারণে মৌসুমের বাকি অংশে মাঠের বাইরে থাকবেন।

হাঁটুর ইনজুরি প্রথমে সাধারণ চোট ভাবা হলেও পরে স্ক্যান রিপোর্টে জানা যায় গুরুতর চোটে পড়েছেন টিয়েরনি। এ কারণে শল্যবিদের ছুরির নিচে যেতে হবে। কবে নাগাদ অস্ত্রোপচার করা হবে, তা জানানো হয়নি। 

এ বিষয়ে এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ‘অস্ত্রোপচারের পর কাইরেন টিয়েরনির রিহ্যাব সেশন শুরু হবে। রিহ্যাব শুরু হওয়ার আগে তার সুস্থ হতে কতদিন লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এদিকে ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়ে মাঠে নামার বিষয়টিও শঙ্কার মুখে দাঁড়িয়েছে। চলতি বছরের জুনে ইউক্রেনের বিপক্ষে কাতার বিশ্বকাপের প্লে অফ খেলবে স্কটল্যান্ড। এই ম্যাচের আগেই টিয়েরনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে স্কটল্যান্ড।

আর্সেনালের রক্ষণভাগের বড় ভরসা হয়ে ছিলেন টিয়েরনি। তার ইনজুরির কারণে কোচ মিকেল আর্তেতার কপালে পড়েছে চিন্তার ভাঁজ। টিয়েরনির বদলি হিসেবে মাঠে নামতে পারেন পর্তুগালের ২২ বছর বয়সী ডিফেন্ডার নুনো তাভারেস।

প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ১৭ জয় এবং ৯ হারে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে চার নম্বরে অবস্থান করছে টটেনহ্যাম হটস্পার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুলের কোচ ক্লপ

সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুলের কোচ ক্লপ

প্রিমিয়ার লিগে আগুয়েরোর রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন

প্রিমিয়ার লিগে আগুয়েরোর রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন

ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ বদলের নিয়ম

ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ বদলের নিয়ম

২০২০-২১ মৌসুমে আয়ের শীর্ষে ম্যানসিটি

২০২০-২১ মৌসুমে আয়ের শীর্ষে ম্যানসিটি