দিবালাকে জুভেন্টাসে থাকতে বললেন ফ্যাবিও ক্যাপেলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৮ এপ্রিল ২০২২
দিবালাকে জুভেন্টাসে থাকতে বললেন ফ্যাবিও ক্যাপেলো

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার শুরুটা জুভেন্টাসের জার্সিতে। এখানেই পেয়েছেন তারকাখ্যতি। সময়ের ব্যবধানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সাথে সম্পর্ক ছেদ করতে যাচ্ছেন তিনি। তবে তাকে এখানেই থাকতে বলেছেন ইতালিয়ান কিংবদন্তি ফ্যাবিও ক্যাপোলো।

চলতি ২০২১-২২ মৌসুমের পরই শেষ হবে জুভেন্টাস-দিবালা সম্পর্ক। ইতিমধ্যেই চুক্তি নবায়ন না করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। তবে ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোর মতে দিবালাকে আরও এক বছর জুভেন্টাসে থেকে নিজেকে প্রমাণ করা উচিত বলে মনে করেন তিনি।

ক্রিস্টিয়ানো রোনালদো থাকাকালীন জুভেন্টাসের লাইম লাইটে খুব একটা আসতে পারেননি দিবালা। এর আগে অবশ্য নিজেকে বেশ ভালোভাবেই প্রমাণ করেছিলেন তিনি। জুভেন্টাস ছেড়েছেন রোনালদো, তবুও যেন নিজের ছায়া হয়েই আছেন এই তারকা। 

জুভেন্টাসে নিজের ছায়া হয়ে থাকার অন্যতম একটি কারণ অবশ্য ইনজুরি। এই কারণে বেশ কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ইনজুরি প্রবণ ফুটবলার হলেও তাকে নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই ক্যাপেলোর।

তিনি বলেন, ‘আপনি টেকনিক্যালি দিবালাকে নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না। কিন্তু তার ফিটনেসে সমস্যা আছে। যদি সে তুরিনে খুশি থাকে, তার জুভেন্তাসকে চ্যালেঞ্জ জানানো উচিত ছিল। এক বছরের চুক্তি করে নিজের সামর্থ্য দেখিয়ে দিতে পারতো।’

এদিকে দিবালার অনুপস্থিতিতে জুভেন্টাসে আক্রমণভাগকে যেন বড় ধরনের সমস্যায় পড়তে না হয় এই কারণে ফিওরেন্টিনা থেকে ভ্লাজোভিচকে দলে ভিড়িয়েছে। তবে বড় ক্লাবের হয়ে তার মানিয়ে নিতেও বেশ সময় লাগবে বলে মনে করেন ক্যাপেলো।

তার ভাষ্যমতে, ‘আমি ভ্লাজোভিচকে পছন্দ করি। তার গতি আছে, শারিরীকভাবে শক্তিশালী আর উন্নতির চেষ্টা আছে। সে জানে কীভাবে দলের জন্য কাজ করতে হয় ও বক্সের ভেতর থাকতে হয়। কিন্তু অ্যালেগ্রি যখন বলেছে তাকে জানতে হবে কীভাবে বড় দলের বিপক্ষে খেলতে হয়, চাপ সামলাতে হয়; এটাও ঠিক।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করবেন না দিবালা

জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করবেন না দিবালা

রোনালদোকে অনিরাপদ ও স্বার্থপর মনে হয়েছিল : সামি খেদিরা

রোনালদোকে অনিরাপদ ও স্বার্থপর মনে হয়েছিল : সামি খেদিরা

অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

রেফারিকে ‘গুপ্তচর’ বলে নিষিদ্ধ হোসে মরিনহো!

রেফারিকে ‘গুপ্তচর’ বলে নিষিদ্ধ হোসে মরিনহো!