ম্যানচেস্টার ইউনাইটেডের পারফর্মেন্সে হতাশ রয় কিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ২০ এপ্রিল ২০২২
ম্যানচেস্টার ইউনাইটেডের পারফর্মেন্সে হতাশ রয় কিন

ইংলিশ প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে কিনা অনেকটাই নির্ধারিত হয়ে যেতে পারে এমন ম্যাচ। আর সেই ম্যাচেই কিনা লিভারপুলের বিপক্ষে এক হালি গোল খেয়ে বসলো ম্যানচেস্টার ইউনাইটেড। নিজের সাবেক ক্লাবের এই হাল দেখে বেজায় চটেছেন সাবেক রেড ডেভিল ফুটবলার রয় কিন। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজের ক্লাব হিসেবে পরিচয় দিবেন না বলে জানিয়ে দেন তিনি। 

লিগ টেবিলে ছয় নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড মঙ্গলবার (১৯ এপ্রিল) লিভাপুলের বিপক্ষে খেলতে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই। এর আগের ম্যাচে রোনালদোর হ্যাট্রিকেই নরউইচ সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের খেলার আশা দেখছিল দলটি। কিন্তু মোহাম্মদ সালাহর জোড়া গোলে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরে সেই আশা কিছুটা হলেও থমকে গেছে।

ম্যাচ শেষে একটি অনুষ্ঠানে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রয় কিন তার সাবেক ক্লাবকে নিয়ে নিজের হতাশা ব্যক্ত করেন। এমনকি এই ইউনাইটেডকে নিজের ক্লাব বলে পরিচয় দিবেন না বলেও জানান তিনি।

রয় কিন বলেন, “এখন রাগ নয়, দুঃখজনক। (ইউনাইটেডে) কোনো নেতা নেই, তাদের মানের অভাব রয়েছে। ওপর থেকে ক্লাবে রয়েছে নানা বিশৃঙ্খলা। তাদের একজন নতুন ম্যানেজার দরকার, তাদের নতুন খেলোয়াড়ও দরকার। এটা দেখা খুবই কষ্টদায়ক। এটা সেই ক্লাব না যার হয়ে আমি খেলেছি। আমার সেই ক্লাবের সঙ্গে কোনো মিল নেই। আমি সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড দলকে লড়াই করতে দেখিনি।”

এই অনুষ্ঠানে রয় কিন ইউনাইটেড অধিনায়ক হ্যারি মাগুয়ার ও ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের সমালোচনা করেন। পয়েন্ট টেবিলের ইউনাইটেডের ছয়ে থাকাকে অবিশ্বাস্য মনে করছেন তিনি। 

রয় কেন আরও বলেন, “মার্কাস র‍্যাশফোর্ড সামনে শিশুর মতো খেলেছেন। হ্যারি ম্যাগুয়ার - শেষ গোল - তার পাসিং এবং ডিফেন্ডিং অগ্রহণযোগ্য ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যথেষ্ট ভাল ছিল না। তাই আমাদের আবার সেই শব্দটি ব্যবহার করতে হবে - পুনর্নির্মাণ। লিগে ষষ্ঠ স্থানে ইউনাইটেড- অবিশ্বাস্য।”

বর্তমানে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ খেলেছে ৩৩টি। চলতি মৌসুমে ১৫ জয়ের বিপরীতে সমান ৯ জয় এবং ড্র করা ইউনাইটডের পয়েন্ট ৫৪।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর সন্তান হারানোর শোকে সামিল লিভারপুল সমর্থকরা

রোনালদোর সন্তান হারানোর শোকে সামিল লিভারপুল সমর্থকরা

দুর্ঘটনার পর ম্যাচ খেলতে প্রস্তুত ব্রুনো ফার্নান্দেজ

দুর্ঘটনার পর ম্যাচ খেলতে প্রস্তুত ব্রুনো ফার্নান্দেজ

রোনালদোর সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু

রোনালদোর সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু

ফুটবলারদের দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ র‍্যাংনিক

ফুটবলারদের দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ র‍্যাংনিক