ফুটবলারদের দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ র‍্যাংনিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৭ এপ্রিল ২০২২
ফুটবলারদের দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ র‍্যাংনিক

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নরউইচ সিটির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার পল পগবাকে দুয়োধ্বনি দেয় স্বাগতিক দর্শকরা। এই ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন ইউনাইটেড বস রালফ র‍্যাংনিক। তাই তো ম্যাচ শেষে র‍্যাংনিক জানান, ফুটবল দলগত খেলা, কোন নির্দিষ্ট ফুটবলারকে দুয়োধ্বনি দেওয়ার মানে নেই।

শনিবার (১৬ এপ্রিল) নিজেদের মাঠে নরউইচ সিটির বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচের শুরুর একাদশে এদিন জায়গা পাননি ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা। শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি।

খেলা শুরুর পর ইউনাইটেড সমর্থকরা মালিক পক্ষ গ্লেজার পরিবারের বিপক্ষে স্লোগান দেয়। পরে ইউনাইটেড ম্যাচে এগিয়ে গেলে স্লোগান বন্ধ করে। তবে নরউইচ সিটি ম্যাচে সমতায় ফিরলে দুয়োর শিকার হন ইউনাইটেড ফুটবলাররা। পরে সমর্থকদের একক দুয়োধ্বনি পান পল পগবা। 

তবে ক্লাবের সামগ্রিক বিষয় নিয়ে একজন নির্দিষ্ট ফুটবলারকে ধুয়ো দেওয়ার কোন মানে নেই বলে মনে করেন দলটির প্রধান কোচ। ইউনাইডেট প্রধান কোচ র‍্যাংনিক বলেন, “সত্যি বলতে আমি নিজে কিছু শুনতে পাইনি, তবে আমার সহকর্মীদের সাথে এটা নিয়ে আমি আলোচনা করছিলাম। আমি বুঝতে পারছি সমর্থকরা হতাশ কিন্তু আমার মনে হয়না নির্দিষ্ট কোন ফুটবলারকে লক্ষ্যবস্ত বানানোর মানে আছে। এটা দলীয় খেলা, দলগত দায়িত্ব।”

পগবাকে দুয়ো দেওয়াতে দর্শকদের সমালোচনা করলেও তাদের মাঠে সমর্থন দেওয়ার জন্য প্রশংসাও করেন র‍্যাংনিক। বলেন, “আমার মনে হয় সমর্থকরা অসাধারণ। আজকে সমর্থকদের সমর্থন অসাধারণ ছিল। আমি এর থেকে বেশি কিছু আশা করতে পারি না।”

নরউইচের বিপক্ষে ইউনাইটেডের জয়ের নায়ক ছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে তার প্রশংসা করতে ভোলেননি ইউনাইটেড বস। দলের জয়ে খুশি হলেও দলের রক্ষণ নিয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে বলেও জানান তিনি।

নরউইচের বিপক্ষে জয় দিয়ে আর্সেনালের সমান ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চারে থাকা টটেনহাম হটস্পারের চেয়ে পিছিয়ে আছে মাত্র ৩ পয়েন্টে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের নরউইচ বধ

রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের নরউইচ বধ

নতুন করে নির্মাণ করা হচ্ছে ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম

নতুন করে নির্মাণ করা হচ্ছে ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে যাচ্ছেন টেন হ্যাগ

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে যাচ্ছেন টেন হ্যাগ

ভক্তের মোবাইল ভেঙে রোনালদোর দুঃখ প্রকাশ

ভক্তের মোবাইল ভেঙে রোনালদোর দুঃখ প্রকাশ