আবারও উঠেছে রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ০২ মে ২০২২
আবারও উঠেছে রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন!

প্রায় শেষের দিকে চলে এসেছে ২০২১-২২ মৌসুম। আর বরাবরের মতো এবারও বিভিন্ন ফুটবলারদের দল-বদলের গুঞ্জনে ভারী হয়ে উঠেছে আকাশ। হাজারো গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রোনালদোকে ঘিরে। ইতিমধ্যেই বৃটিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়ে দিয়েছে, রিয়াল মাদ্রিদই হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পরবর্তী গন্তব্য।

২০২১ সালেও গুঞ্জন উঠেছিল জুভেন্টাস ছেড়ে রিয়ালে ফিরবেন রোনালদো। তবে সেবার সেই গুঞ্জন নিজেই বন্ধ করে দেন এই পর্তুগিজ তারকা। জুভেন্টাস থেকে রিয়ালে ফেরা না হলেও পুরাতন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন এই তারকা।

ইংলিশ ক্লাবটিতে নিজের প্রত্যাবর্তন মৌসুমে বলার মতো কিছুই করতে পারছেন না রোনালদো। নিজের পা থেকে গোল এলেও, দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ। এছাড়াও আসন্ন ২০২২-২৩ মৌসুমে নতুন কোচ এরিক টেন হ্যাগ তাকে রাখবেন কি-না তা নিয়েও তৈরি হয়েছে নানা শঙ্কা।

আর এই কারণেই রোনালদোর পরবর্তী গন্তব্য হিসেবে উচ্চারিত হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম। ক্যারিয়ারের সেরা সময়টা স্প্যানিশ ক্লাবটিতেই কাটিয়েছিলেন রোনালদো। এই কারণেই এটাই তার পরবর্তী গন্তব্য হতে পারে বলে জানিয়েছে, বিভিন্ন ইংলিশ গণমাধ্যম।

তবে রোনালদোকে দলে ভেড়ানোর আগে এমবাপে নিজেদের ডেরায় নেওয়ার চেষ্টায় থাকবে রিয়াল মাদ্রিদ। এই ফরাসি স্ট্রাইকারকে দলে ভেড়াতে না পারলে তবেই রোনালদোর দিকে হাত বাড়াবে লস ব্ল্যাঙ্কোসরা। 

রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৩৮ ম্যাচ খেলেছেন রোনালদো। এই সময়ে তার পা থেকে এসেছে ৪৫০ গোল, এছাড়াও সহায়তা করেছেন ১৩২ গোলে। আর রোনালদো তার ক্যারিয়ারের চারটি ব্যালন ডি’অরের সবগুলোই পেয়েছেন লস ব্ল্যাঙ্কোসদের হয়ে খেলার সময়ই।

ইউনাইটেডে সফল না হওয়ার কারণেই বারবারই জোরালো হচ্ছে রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন। শেষ পর্যন্ত কি হবে তা দেখার জন্য থাকতে হবে দল-বদল মৌসুমের অপেক্ষায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

লিগ জেতা রিয়ালকে ‘গার্ড অব অনার’ দিবে না অ্যাথলেটিকো

লিগ জেতা রিয়ালকে ‘গার্ড অব অনার’ দিবে না অ্যাথলেটিকো

লিগ জিতে বার্সেলোনাকে কোর্তোয়ার খোটা

লিগ জিতে বার্সেলোনাকে কোর্তোয়ার খোটা

রোনালদোর বিষয়ে টেন হ্যাগের সাথে আলোচনায় বসবেন র‍্যাংনিক

রোনালদোর বিষয়ে টেন হ্যাগের সাথে আলোচনায় বসবেন র‍্যাংনিক

রোনালদোর সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু

রোনালদোর সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু