চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে রুডিগার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১১ মে ২০২২
চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে রুডিগার

ফুটবল পাড়ায় গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল যে, ইংলিশ ক্লাব চেলসি ছাড়তে পারেন জার্মান তারকা অ্যান্তোনিও রুডিগার। অবশেষে সেটাই সত্যি হলো। চেলসি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন রক্ষণভাগের এই খেলোয়াড়। চার বছরের জন্য রুডিগারের সঙ্গে চুক্তি করেছে লস ব্লাঙ্কোসরা।

মঙ্গলবার (১০ মে) রিয়ালে মেডিকেল টেস্ট করানোর পর চার বছরের জন্য রুডিগারের সঙ্গে চুক্তি করে রিয়াল। চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত মাদ্রিদের ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলবেন এই তারকা।

চলতি বছরের জুন মাসেই চেলসির সঙ্গে চুক্তি শেষ হবে রুডিগারের। তার আগেই এজেন্টের মাধ্যমে চুক্তি সেরে রাখলেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি রিয়াল। তবে ২৮ মে প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর রুডিগারের বিষয়ে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

রুডিগারের সঙ্গে রিয়ালের চুক্তিটা সহজ ছিল না। প্রথমে ভালো একটা পারিশ্রমিক দাবি করে বসেন রুডিগার। পরে এ নিয়ে দুই পক্ষ আলোচনায় বসার পর একটা রফাদফা হয়। জানা গেছে, নিজের দিক থেকে পারিশ্রমিক কিছুটা কমাতে রাজি হয়েছেন জার্মান তারকা। এরপরই চুক্তিতে বসে দুই পক্ষ।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি রুডিগারের বিষয়ে আগ্রহী ছিলেন কারন রক্ষণভাগ শক্তিশালী করতে তার আরও খেলোয়াড় দরকার ছিল। সার্জিও রামোস চলে যাওয়ার পর রিয়ালের রক্ষণভাগ খানিকটা দুর্বল হয়ে পড়েছিল। এই অভাব পুরণেই রুডিগারকে দলে টানেন রিয়াল বস।

সেন্টার-ব্যাক হিসেবে এডার মিলিতাওয়ের সঙ্গে জুটি বাধতে পারেন রুডিগার। সঙ্গে যদি থাকে ডেভিড আলবা। তাহলে আনচেলত্তি ভরসা করতেই পারেন। ডেভিড আলবা লেফট-ব্যাকেও খেলতে পারেন, যা তিনি ইতিমধ্যেই সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখিয়েছেন।

২০১৭ সালে ২৫ মিলিয়ন ইউরোতে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে চেলসিতে যোগ দেন রুডিগার। এরপর পাঁচ বছর কাটান ব্লুজদের হয়ে। এই সময়ে চেলসির হয়ে ১৩০ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তাতে গোল করেছেন ৯টি। যদিও তার আসল কাজ গোল আটকানো।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

হল্যান্ডের ‘অভাব পূরণে’ ডর্টমুন্ডে করিম আদেয়েমি

হল্যান্ডের ‘অভাব পূরণে’ ডর্টমুন্ডে করিম আদেয়েমি

বেনজেমাকে পিছনে ফেলে দেম্বেলের রেকর্ড

বেনজেমাকে পিছনে ফেলে দেম্বেলের রেকর্ড

কৌতিনহোকে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে চায় নিউক্যাসল

কৌতিনহোকে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে চায় নিউক্যাসল

দলবদলের বাজারে ৯ জনকে ছেড়ে দিচ্ছে বার্সেলোনা

দলবদলের বাজারে ৯ জনকে ছেড়ে দিচ্ছে বার্সেলোনা