রিয়ালে এমবাপের বিকল্প রহিম স্টার্লিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ এএম, ২৫ মে ২০২২
রিয়ালে এমবাপের বিকল্প রহিম স্টার্লিং

নতুন মৌসুমের শুরু থেকেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে নিয়ে ছক সাজিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তাদের আশার বেলুন চুপসে দিয়ে পুরনো ক্লাব পিএসজিতেই রয়ে গেছেন এমবাপে। ফরাসি তারকার বিকল্প খুঁজতে গিয়ে ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা রহিম স্টার্লিংয়ের দিকে নজর দিয়েছে তারা।

একসময় সিটির আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন স্টার্লিং। তবে ইদানিং পেপ গার্দিওয়ালার শুরর একাদশে নিয়মিত দেখা যায় না স্টার্লিংকে। যদিও এই স্প্যানিয়ার্ডের অধীনে বেশ উন্নতি করেছেন ইংলিশ ফরোয়ার্ড। এই সুযোগটাই নিতে চাইছে রিয়াল। দলে ভেড়াতে চায় স্টার্লিংকে।

ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টার্লিংকে দলে টানতে ৫৯ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি লস ব্লাঙ্কোসরা। তবে কি নতুন চ্যালেঞ্জ নিয়ে নতুন উচ্চতায় পৌছাইতে রিয়ালেই যাবেন ২৭ বছর স্টার্লিং? সেটা জানতে হলে চোখ রাখতে হবে নতুন মৌসুমের দলবদলের বাজারে।

অন্যদিকে, করিম বেনজেমা দুর্দান্ত ফমে থাকলেও বয়সের সংখ্যা চোখ রাঙাচ্ছে তাকে। তার বিকল্প হিসেবেই এমবাপেকে চেয়েছিল রিয়াল। তবে সেটা নাহ হওয়ায় স্টার্লিংকেই সামলাতে হতে পারে বেনজেমার জায়গা। সে হিসেবে জুটি বাধতে হবে ভিনিসিয়াস জুনিয়র ও রুদ্রিগোর সঙ্গে।

রিয়ালের হয়ে ইদানিং দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন ভিনিসিয়াস ও রুদ্রিগো। দুই ব্রাজিলিয়ানের যৌথ পারফর্ম্যান্সে দুর্দান্ত ছুটছে রিয়ালও। লা লিগার শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন লিগের ফাইনালেও পৌছে গেছে তারা।

২০১৫ সালে ৬৩ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন স্টার্লিং। তারপর থেকে আকাশী সাদাদের শিবিরেই আছেন তিনি। এই সাত বছরে সিটিজেনদের হয়ে চারটি লিগ কাপ, পাচটি ইংলিশ কাপ, দুইটি সুপার কাপ ও ১টি এফএ কপা জিতেছেন ইংলিশ তারকা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

মোহনবাগানের বড় জয়ে বসুন্ধরা কিংসের বিদায়

মোহনবাগানের বড় জয়ে বসুন্ধরা কিংসের বিদায়

লেভানডোভস্কির জন্য বায়ার্নের চাওয়া ৫০ মিলিয়ন ইউরো

লেভানডোভস্কির জন্য বায়ার্নের চাওয়া ৫০ মিলিয়ন ইউরো

ম্যানসিটির কোন খেলোয়াড় গার্দিওয়ালাকে পছন্দ করে না: প্যাট্রিক এভরা

ম্যানসিটির কোন খেলোয়াড় গার্দিওয়ালাকে পছন্দ করে না: প্যাট্রিক এভরা

চোট কাটিয়ে স্পেন দলে ফিরলেন আনসু ফাতি

চোট কাটিয়ে স্পেন দলে ফিরলেন আনসু ফাতি