আমি এখনো বিশ্বাস করতে পারছি না: আনচেলত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ এএম, ২৯ মে ২০২২
আমি এখনো বিশ্বাস করতে পারছি না: আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে লড়েছে খেলোয়াড়রা, শিরোপা জয়ও তাদের কৃতিত্ব। কিন্তু সকল সাফল্যের পিছনেই একটা মানুষ থাকেন। যার দিক নির্দেশনায় খেলোয়াড়রা সাজিয়ে বসেন নিপুণশৈলী। রিয়াল মাদ্রিদের সাফল্যের পিছনের মানুষটার নাম কার্লো আনচেলত্তি। এই ইতালিয়ান এখনো বিশ্বাস করতে পারছেন না যে, তার অধীনে শিরোপা জিতেছে রিয়াল। সব কিছুই যেন অবিশ্বাস্য লাগছে তার।

রিয়ালকে শিরোপা জেতানোর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন আনচেলত্তি। আনচেলত্তিই ফুটবলের ইতিহাসের প্রথম কোচ যিনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে চারবার শিরোপা জিতেছেন। এর আগে বব পেসলি ও জিনেদিন জিদানের সঙ্গে তিনটি করে নিয়ে যৌথভাবে প্রথম ছিলেন।

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে প্যারিসে ১৪তম বারের মতো রূপকথা রচিত করার পর আনচেলত্তির আনন্দ যেন আর ধরে না। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছি।। আমরা কঠিন সব ম্যাচ পার করে এসেছি কিন্তু দলের প্রতিশ্রুতিতে কোনো খুঁত ছিল না।’

‘আমরা খুব খুশি কারণ আমরা মৌসুমটি খুব ভালোভাবে শেষ করেছি। আলাবা, মিলিতাও এবং মেন্ডি খুব করেছে। পরিকল্পনাগুলো কাজে লেগেছে। কর্তোয়ার একটি দুর্দান্ত মৌসুম কেটেছে।’ - তিনি যোগ করেন।

আনচেলত্তি আরও বলেন, ‘আমার জেতা সবচেয়ে কঠিন শিরোপা ছিল এটা। আমরা রাউন্ড অব সিক্সটিন থেকে এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করেছি, আমরা অনেক কষ্টও পেয়েছি। যোগ্য দল হিসেবেই আমরা এটা জিতেছি। সবই সম্ভব হয়েছে দলের প্রতিশ্রুতি ও আত্মবিশ্বাসের কারণে।’

খেলোয়াড় ও রিয়ালের ম্যানেজমেন্টের প্রশংসা করে রিয়াল বস বলেন, ‘আনন্দটা আরও বেশি কারণ মাদ্রিদে আমার একটি দর্শনীয় মৌসুম ছিল। আমি প্রেসিডেন্ট এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। আমাদের চারপাশে ভালো পরিবেশ রয়েছে। এই দলটিকে কোচিং করাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

এই ধারাটা নতুন মৌসুমেও ধরে রাখতে চান ‘ডন কার্লো’ খ্যাত এই ইতালিয়ান কোচ। তিনি বলেন, ‘আমি আমি ছুটিতে যাচ্ছি। তারপরে পরবর্তী মৌসুমের কথা ভাবতে শুরু করবো। এই মুহূর্তটি উপভোগ করুন। আমি ভাবিনি সুপার কাপ, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের তিনটি শিরোপা আমাদের হতে পারে। অবিশ্বাস্য!’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালের ১৪তম শিরোপা, নায়ক কর্তোয়া

রিয়ালের ১৪তম শিরোপা, নায়ক কর্তোয়া

যে ফাইনাল ‘চিরতরে’ বদলে দিয়েছে রিয়াল মাদ্রিদের জার্সি

যে ফাইনাল ‘চিরতরে’ বদলে দিয়েছে রিয়াল মাদ্রিদের জার্সি

রিয়ালের মাঝ মাঠের কাছেই হারবে লিভারপুল: গ্যারি নেভিল

রিয়ালের মাঝ মাঠের কাছেই হারবে লিভারপুল: গ্যারি নেভিল

আমি দেখিয়ে দিতে চাই কী করতে পারি: হ্যাজার্ড

আমি দেখিয়ে দিতে চাই কী করতে পারি: হ্যাজার্ড