হ্যাজার্ড দ্রুতই ফর্মে ফিরবে: মার্টিনেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৪ জুন ২০২২
হ্যাজার্ড দ্রুতই ফর্মে ফিরবে: মার্টিনেজ

চলতি মৌসুমটা মোটেই ভালো যায়নি রিয়াল মাদ্রিদের বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ডের। ইনজুরির সাথে যুদ্ধ করে একটা মৌসুমে পার করেছেন তিনি। নিয়মিত একাদশেও দেখা যায়নি। জাতীয় দলেও একই অবস্থা। তবে হ্যাজার্ডের উপর থেকে আস্থা হারাচ্ছেন না বেলিজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। তিনি মনে করেন, হ্যাজার্ড দ্রুতই ফর্মে ফিরবে।

ইনজুরি থেকে সেরে ওঠার পর চলতি মৌসুমে রিয়ালের হয়ে মাঠে নামেননি হ্যাজার্ড। নামতে পারেননি জাতীয় দলের হয়েও। তবে মার্টিনেজ আশাবাদী খুব শীঘ্রই খেলায় ফিরে আসবেন বেলজিয়ান ফরোয়ার্ড। আবারও পুরোদমে মাঠ মাতাবেন ৩১ বছর বয়সী এই তারকা।

রাশিয়াতে অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন হ্যাজার্ড। এবার ইনজুরি থেকে ফিরে সেই ফর্ম উদ্ধার করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্টিনেজ জানিয়েছেন, এটা তার ছন্দের ব্যাপার। হ্যাঁজার্ড যদি খেলতে ভালো বোধ করে তবে অবশ্যই সে পারবে।

বেলজিয়াম কোচ বলেন, ‘আমরা জানি সে দ্রুত নিজেকে প্রস্তুত করতে পারে। রিয়াল মাদ্রিদেও তার শক্ত প্রতিপক্ষ থাকবে। তবে সে জানে তাকে কি করতে হবে। এটা করার জন্য তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। সে আমাদের দলের হয়ে সবসময় মূল ভূমিকা পালন করে আসছে।’

চলতি নেশনস লিগের খেলাগুলির মধ্যে দুটিতে হ্যাজার্ডকে পেতে আশাবাদী ছিলেন মার্টিনেজ। তবে সেটা হয়নি। বিশ্বকাপে বেলজিয়ান অধিনায়ককে পেতে আত্মবিশ্বাসী তিনি। সেটা হলে সবচেয়ে ভালো হবে বলে মার্টিনেজের বিশ্বাস। তিনি বলেন, ‘সে যদি বিশ্বকাপে ১৫টি ম্যাচ খেলতে পারেন তবে ভালো হবে।’

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যে মুখ্য ভূমিকা পালন করায় থিবো কর্তোয়ার প্রশংসা করেন মার্টিনেজ। তিনি বলেন, ‘মাদ্রিদে, বিশেষ করে ক্যাসিয়াস বা বুয়োর মতো স্থানীয় গোলরক্ষকদের দীর্ঘ ঐতিহ্য মিশে থাকা একটি ক্লাবে একজন বিদেশী খেলোয়াড়ের পক্ষে এত সম্মান পাওয়াটা সহজ নয়।’

২০১৯ সালে চেলসি থেকে রেকর্ড ট্রান্সফার ফি’তে রিয়ালে নাম লেখান হ্যাজার্ড। কিন্তু এরপরই শুরু হলো উপর্যুপরি চোটের আঘাত। সেটা এমনই ভয়ানক মাত্রার ছিল যে, স্প্যানিশ ক্লাবটির হয়ে এই তিন বছরে মাত্র ৬৬টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন বেলজিয়ান তারকা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ইসকোকে রোমায় চান মরিনহো

ইসকোকে রোমায় চান মরিনহো

বেলজিয়ামকে গোলবন্যায় ভাসালো নেদারল্যান্ডস

বেলজিয়ামকে গোলবন্যায় ভাসালো নেদারল্যান্ডস

‘ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপে না থাকাটা লজ্জাজনক’

‘ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপে না থাকাটা লজ্জাজনক’

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ডেনমার্কের চমক

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ডেনমার্কের চমক