ইউরোপ ছেড়ে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে সুয়ারেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৭ জুন ২০২২
ইউরোপ ছেড়ে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে সুয়ারেজ

সর্বশেষ ২০২১-২২ মৌসুমে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছিলেন লুইস সুয়ারেজ। ক্লাবটির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইউরোপ ছেড়ে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে যোগ দিচ্ছেন এই উরুগুইয়ান ফুটবলার।

চলতি বছরের জানুয়ারিতে রিভারপ্লেট ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী চলতি বছর জুলাইয়ে ম্যানচেস্টার সিটির ডেরায় যোগ দিবেন আলভারেজ।

এই আলভারেজের জায়গা পূরণ করার জন্যই সুয়ারেজকে নিজেদের ডেরায় ভেড়াচ্ছে রিভারপ্লেট। তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটির বিভিন্ন সূত্র। তারা জানিয়েছে, দুই একদিনের মধ্যে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

সদ্য সমাপ্ত ২০২১-২২ মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছিলেন সুয়ারেজ। মৌসুম শেষে সুয়ারেজের সাথে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি দলটি। তাই ফ্রি এজেন্ট হয়ে ছিলেন তিনি।

অ্যাথলেটিকোর সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরপর ধারণা করা হয়েছিল হয়তো বার্সেলোনায় যোগ দিবেন এই তারকা। তবে শেষ পর্যন্ত ল্যাটিন আমেরিকাতে ফিরে আসলেন এই ফুটবলার।

ল্যাটিন আমেরিকাতে ফেরত আসার আগে ইউরোপের ক্লাব আয়াক্স, লিভারপুল ও বার্সেলোনার হয়ে খেলেছিলেন তিনি। কাতালান ক্লাবটিতে থাকাকালীন মেসি, নেইমারের সাথে যুক্ত করে গড়েছিলেন ‘এমএনএস’ ত্রয়ী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল মাদ্রিদকে ‘না’ বলা দশ ফুটবলার

রিয়াল মাদ্রিদকে ‘না’ বলা দশ ফুটবলার

বেতন কমিয়ে বার্সেলোনায় ফিরতে চান সুয়ারেজ

বেতন কমিয়ে বার্সেলোনায় ফিরতে চান সুয়ারেজ

মাঠে বসে ভিডিও কলে সুয়ারেজের কান্না, নেট দুনিয়ায় ভাইরাল

মাঠে বসে ভিডিও কলে সুয়ারেজের কান্না, নেট দুনিয়ায় ভাইরাল

নিলামে উঠছে ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের জার্সি

নিলামে উঠছে ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের জার্সি