কোটি ইউরো ক্ষতিপূরণে পিএসজি ছাড়তে রাজি পচেত্তিনো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০১ জুলাই ২০২২
কোটি ইউরো ক্ষতিপূরণে পিএসজি ছাড়তে রাজি পচেত্তিনো

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে আর্জেন্টাইন কোচ মারিসিও পচেত্তিনোর সম্পর্কটা মৌখিকভাবে আগেই শেষ হয়ে গেছে। কিন্তু ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে বনিবনা হচ্ছিল না দুই পক্ষের। অবশেষে দুই পক্ষের সম্মতিতে এক কোটি ইউরোতে পিএসজি ছাড়তে রাজি হয়েছেন পচেত্তিনো।

২০২১-২২ চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে পিএসজির বিদায়ের পরই পচেত্তিনোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। এরপর নানা সময়ে তাকে প্রশ্ন করা হলেও বলেছিলেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, চুক্তির মেয়াদ শেষ করতে চান। কিন্তু পিএসজি সেটা চায়নি।

তারা বরং তার বিকল্প খুজঁতেই মন দিয়েছিল। জিদান রাজি না হওয়াতে নিসে থেকে ক্রিস্টোফি গ্যাল্টিয়ারকে কোচ করার ব্যাপারে মোটামুটি সম্মত হতে পেরেছে ফরাসি ক্লাবটি।

তবে তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়ার আগে বিদায় করতে হতো পুরোনো কোচকে। সেখান বাধেঁ ঝামেলা! চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ শেষের আগে বিদায় দিতে হলে পচেত্তিনোকে দেড় কোটি ইউরো ক্ষতিপূরণ দিতে হবে।

পিএসজি সভাপতির ইঙ্গিত, নেইমারকে বিক্রি করে দিতে পারে

কিন্তু পিএসজি চাচ্ছিল এক কোটি দিতে। কোনোভাবেই ক্ষতিপূরণের টাকা কম নিতে রাজি হচ্ছিলেন না আর্জেন্টাইন কোচ। তবে অবশেষে তাকে রাজি করাতে পেরেছে পিএসজি। এক কোটি ইউরোতেই পিএসজি ছেড়ে যেতে রাজি হয়েছেন পচেত্তিনো।

২০২১ সালে মারিসিও পচেত্তিনোকে কোচ করে নিয়ে আসে পিএসজি। কিন্তু মাত্র দেড় মৌসুমেই তার পিএসজি অধ্যায় শেষ হয়ে গেলো।

বিভিন্ন সময়ে খবর বেড়িয়েছে, পিএসজির ড্রেসিংরুম নাকি কোচ হিসেবে পচেত্তিনোকে পছন্দ করছে না। এছাড়া পিএসজির চাহিদা অনুযায়ী চ্যাম্পিয়নস লিগও জেতাতে পারেননি তিনি। তাই তার উপর আর ধৈর্য্য ধরে রাখতে পারলো না ক্লাবটি। 

খুব দ্রুতই পিএসজির কোচ হিসেবে ক্রিস্টোফি গ্যাল্টিয়ারকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এই কোচের অধীনেই ২০২০-২১ মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জিতেছিল নিসে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি   


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতে মেসি: ফার্গুসন বলেছিলেন ‘ভালো করতে পারবে না’

পিএসজিতে মেসি: ফার্গুসন বলেছিলেন ‘ভালো করতে পারবে না’

চেলসিতে যাবেন নেইমার, আশায় আছেন সিলভা

চেলসিতে যাবেন নেইমার, আশায় আছেন সিলভা

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

পেছাচ্ছে মেয়েদের সাফ, হতে পারে ভেন্যুর পরিবর্তন

পেছাচ্ছে মেয়েদের সাফ, হতে পারে ভেন্যুর পরিবর্তন