পাঁচ বছরের চুক্তিতে টটেনহ্যামে ব্রাজিলিয়ান রিচার্লিসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০১ জুলাই ২০২২
পাঁচ বছরের চুক্তিতে টটেনহ্যামে ব্রাজিলিয়ান রিচার্লিসন

পাঁচ বছরের চুক্তিতে রিভারসাইডের ক্লাব এভারটন থেকে ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসনকে নিজেদের ডেরায় নিয়েছে লন্ডনের ক্লাব টটেনহ্যাম হটস্পার। তাকে দলে ভেড়াতে টটেনহ্যামকে খরচ করতে হয়ে ৬০ মিলিয়ন ইউরো।

২০১৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডে যোগ দেন রিচার্লিসন। তবে এই ক্লাবে মাত্র এক বছর খেলেই এভারটনে যোগ দেন তিনি। সেখানে চার বছর খেলেছেন তিনি। 

পাঁচ বছরের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে ১৭৩ ম্যাচে ৪৮ গোল করেছেন ২৫ বছর বয়সী রিচার্লিসন। এবার টটেনহ্যামের হয়ে নিজেকে চেনানোর কাজ।

পাঁচ বছরের চুক্তিতে টটেনহ্যামে যোগ দেওয়া রিচার্লিসন ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই ক্লাবে থাকবেন। তার চুক্তির ঘোষণা দিয়ে স্পার্সরা জানিয়েছে, অতি শীঘ্রই তার মেডিক্যাল সম্পন্ন করা হবে।

এভারটনের হয়ে নিয়মিত একাদশে সুযোগ পাওয়া রিচার্লিসন ব্রাজিল দলেরও নিয়মিত মুখ। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ৩৬ ম্যাচে ১৪ গোল করেছেন। এছাড়াও সেলেসাওদের ২০২০ টোকিও অলিম্পিক জয়ে বড় ভূমিকা ছিল তার।

চলতি মৌসুম এই নিয়ে চারজন ফুটবলারকে নিজেদের দলে ভেড়ালো স্পার্সরা। রিচার্লিসনের আগে ফ্রেসার ফোস্টার, ইভান পেরিসিস ও ইভেস বিসসৌমাকে দলে নিয়েছে তারা। এছাড়াও ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল মিডলসবোরোর ডিয়েড স্পেয়েন্সকে দলে নেওয়ার চিন্তা ভাবনা করছে টটেনহ্যাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় নিজের নতুন শুরু চান ক্রিস্টেনসেন

বার্সেলোনায় নিজের নতুন শুরু চান ক্রিস্টেনসেন

চেলসির টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়লেন পিটার চেক

চেলসির টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়লেন পিটার চেক

‘চ্যাম্পিয়নস লিগে রিয়াল ভাগ্যের সহায়তা পেয়েছিল’

‘চ্যাম্পিয়নস লিগে রিয়াল ভাগ্যের সহায়তা পেয়েছিল’

বেতন নয়, নতুন চ্যালেঞ্জ নিতেই বায়ার্নে মানে

বেতন নয়, নতুন চ্যালেঞ্জ নিতেই বায়ার্নে মানে