বার্সেলোনার নতুন নম্বর আট পেদ্রি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০৮ জুলাই ২০২২
বার্সেলোনার নতুন নম্বর আট পেদ্রি

ক্যারিয়ারের বেশিরভাগ সময় আট নম্বর জার্সি পড়ে বার্সেলোনা সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। ২০২১-২২ মৌসুমে মাঝমাঠের সেই কারিগরের উত্তরসূরি হয়েছেন তরুণ তুর্কি পেদ্রি।

সর্বশেষ মৌসুমের শুরুতে বার্সেলোনার কোনো তারকার পিঠেই চাপেনি আট নম্বর জার্সি। মৌসুমের অর্ধভাগে ক্লাবটিতে দ্বিতীয় দফায় যোগ দেওয়া দানি আলভেসকে দিয়েছিল এই জার্সি।

ছয় মাসের চুক্তিতে কাতালান ক্লাবটিতে আসা দানি আলভেসের সাথে নতুন করে চুক্তির মেয়াদ না বাড়ানোয় পেদ্রির পিঠেই উঠছে আট নম্বর জার্সি।

২০২০ সালে বার্সেলোনায় যোগ দেওয়া সর্বশেষ দুই মৌসুমে খেলেছিলেন ২০ নম্বর জার্সি। এবার তাকে প্রমোশন দিয়ে আট নম্বর জার্সির দায়িত্ব ভার দেওয়া হয়েছে।

২০১৮ সালে বার্সেলোনা ছাড়েন কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। তার বিদায়ের পর আর্থার ও মিরালেম পিয়ানিচের গায়ে চেপেছিল আট নম্বর জার্সি। তবে তারা সেই নামের প্রতি সুবিচার করতে না পারায় বারবারই বদল হয়েছে এই জার্সি।

১৯ বছর বয়সী পেদ্রি বার্সেলোনার জার্সিতে ৭৩ ম্যাচে করেছেন ৮ গোল। এছাড়াও সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭ গোল। তাকেই ভাবা হচ্ছে বার্সেলোনার ভবিষ্যত তারকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসি থেকে ক্রিস্টেনসেনকে দলে ভেড়ালো বার্সেলোনা

চেলসি থেকে ক্রিস্টেনসেনকে দলে ভেড়ালো বার্সেলোনা

দেম্বেলেকে নিজেদের খেলোয়াড় বলে স্বীকার করেন না বার্সা সভাপতি

দেম্বেলেকে নিজেদের খেলোয়াড় বলে স্বীকার করেন না বার্সা সভাপতি

অবসরে থাকা পিকেকে বিশ্বকাপ দলে চান স্পেন কোচ

অবসরে থাকা পিকেকে বিশ্বকাপ দলে চান স্পেন কোচ

হুয়ান গ্যাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস

হুয়ান গ্যাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস