সেলটিককে উড়িয়ে দিল নেইমার-কাভানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০০ এএম, ২৪ নভেম্বর ২০১৭
সেলটিককে উড়িয়ে দিল নেইমার-কাভানি

এডিনসন কাভানি ও নেইমারের অসাধারণ পারফরমেন্সে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে বুধবার চ্যাম্পিয়নস লিগে সেলটিককে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে প্যারিস সেইন্ট-জার্মেই।

দুই মাস আগে স্কটিশ এই দলটিকে তাদের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্রেঞ্চ জায়ান্টরা। কিন্তু ম্যাচ শুরুর মাত্র ৫৬ সেকেন্ডের মধ্যে মোসা ডেম্বেলে গোল করে শুধুমাত্র সেলটিককে এগিয়ে দেননি, নড়েচড়ে বসার আগে প্যারিসের স্বাগতিকদের স্তব্ধ করে দিয়েছিল। তবে ম্যাচে এই একটিমাত্র সাফল্য ছাড়া আর কিছুই দেখাতে পরেনি স্কটিশ চ্যাম্পিয়নরা।

হঠাৎ করেই এক গোলে পিছিয়ে গিয়ে পিএসজি আক্রমণাত্মক হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় কাভানি, নেইমার ও কাইলিয়ান এমবাপ্পের গোলে প্রথমার্ধেই পিএসজি ৪-১ গোলের লিড পায়, বিপরীতে ব্রেন্ডন রজার্সের সেলটিক অনেকটাই খোলসের মধ্যে ঢুকে পড়ে।

দ্বিতীয়ার্ধেও সমানভাবে নিজেদের স্কোরলাইন বাড়ানোর প্রচেষ্টায় ব্যস্ত ছিল স্বাগতিকরা। ৭৫ মিনিটে মার্কো ভেরাত্তি দলে পক্ষে পঞ্চম গোল করার পরে কাভানি দুর্দান্ত ব্যাক-পোস্ট ভলিতে নিজের চার মিনিট পরে নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচ শেষের ১০ মিনিট আগে ডানি আলভেস ২৫ গজ দূর থেকে জোড়ালো ভলিতে দলের বড় জয় নিশ্চিত করেন।

এ জয়ে গ্রুপ’বি তে তিন দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের থেকে তিন পয়েন্ট এগিয়ে থাকলো পিএসজি। আগামী মাসে জার্মান জায়ান্টদের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ১৬ নিশ্চিত করতে পারবে উনাই এমেরির শিষ্যরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

গোলশূন্য ড্র করে শেষ ১৬-তে বার্সা

গোলশূন্য ড্র করে শেষ ১৬-তে বার্সা

অস্ট্রেলিয়ান কোচের এ কেমন সিদ্ধান্ত

অস্ট্রেলিয়ান কোচের এ কেমন সিদ্ধান্ত

এগিয়ে থেকেও ড্রয়েই তৃপ্ত লিভারপুল

এগিয়ে থেকেও ড্রয়েই তৃপ্ত লিভারপুল

শীর্ষস্থান নিজেদের দখলেই রাখলো ম্যান সিটি

শীর্ষস্থান নিজেদের দখলেই রাখলো ম্যান সিটি