রেকর্ড টানা ২৩৬ ম্যাচ খেলে ইনজুরিতে উইলিয়ামস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৩ পিএম, ৩০ আগস্ট ২০২২
রেকর্ড টানা ২৩৬ ম্যাচ খেলে ইনজুরিতে উইলিয়ামস

বাস্ক অঞ্চলের জন্ম নেওয়া কিংবা নাগরিক না হলে অ্যাথলেটিক বিলবাওয়ের জার্সিতে খেলতে পারেন না কোনো ফুটবলার। বাস্ক অঞ্চলে জন্ম নেওয়ায় ঘানার নাগরিক হয়েও অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলছেন ইনাকি উইলিয়ামসন। দলটির হয়ে লা লিগায় টানা ২৩৬ ম্যাচ খেলে এবার ছিটকে গেছেন তিনি। ইনজুরির কারণে ছিটকে গেছেন এই ফুটবলার।

২০১৬ সালে থেকে চোট কিংবা নিষেধাজ্ঞা কোনো কারণেই মাঠের বাইরে যেতে হয়নি ইনাকি উইলিয়ামসকে। কাদিজের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়ার পর এই রেকর্ডে ছেদ পড়ার শঙ্কা জেগেছে।

রোববার (৪ সেপ্টেম্বর) এস্পানিওলের মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও। ওই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে না পারলে এই রেকর্ড আর বাড়িয়ে নিতে পারবেন না ইনাকি। এর আগে তিনি ভেঙেছিলেন আন্দোনি লারানাগার রেকর্ড। তার টানা ২০২ ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছিলেন ইনাকি।

১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত রিয়াল সোসিয়াদাদের হয়ে টানা ২০২২ ম্যাচ খেলার রেকর্ড গড়েন লারানাগা।

২০১৬ সালে স্পেনের জার্সিতে অভিষেক হওয়া উইলিয়ামস ২০১৬ সালের ২০ এপ্রিল বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ড গড়া শুরু করা শুরু করেন। ২০২১ সালের অক্টোবরে ভাঙে লারানাগার রেকর্ড। 

আন্তর্জাতিক ফুটবলে স্পেনের জার্সিতে অভিষেক হলেও শেষ পর্যন্ত নিজ মাতৃভূমি ঘানাকে বেছে নিয়েছেন ইনাকি। এখনো ঘানার হয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেননি। আশা করা হচ্ছে, কাতার বিশ্বকাপের আগেই ঘানার হয়ে অভিষেক হবে তার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

স্পেন ছেড়ে ঘানার জাতীয় দলে ইনাকি উইলিয়ামস

স্পেন ছেড়ে ঘানার জাতীয় দলে ইনাকি উইলিয়ামস

তৃতীয় দফায় বিলবাওয়ের দায়িত্ব নিলেন ভালভার্দে

তৃতীয় দফায় বিলবাওয়ের দায়িত্ব নিলেন ভালভার্দে

রি-ক্রিয়েটিভো : স্প্যানিশ ফুটবলের পতাকাবাহক

রি-ক্রিয়েটিভো : স্প্যানিশ ফুটবলের পতাকাবাহক

রিয়ালে বাড়ছে বেনজেমার চুক্তির মেয়াদ

রিয়ালে বাড়ছে বেনজেমার চুক্তির মেয়াদ