৯ গোলে হেরে বরখাস্ত হলেন বোর্নমাউথ কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ৩০ আগস্ট ২০২২
৯ গোলে হেরে বরখাস্ত হলেন বোর্নমাউথ কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা দুই ম্যাচের ড্র-এর পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হার! জয়ের জন্য হিংস্র বাঘের মতো ক্ষুধার্ত লিভারপুল শনিবার (২৭ আগস্ট) সামনে পেয়েছিল বোর্নমাউথকে। আর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠা অলরেডরা রীতিমতো গুনে গুনে ৯ গোল দিয়েছে ইংলিশ ক্লাবটিকে।

এত বড় হারের পর চাকরি হারিয়েছেন বোর্নমাউথ কোচ স্কট পার্কার। ৯ গোল হজম করার তিনদিনের মাথায় ৪১ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করেছে বোর্নমাউথ। 

২০২১ সালের জুনে বোর্নমাউথদের কোচের দায়িত্ব নিয়েছিকেন পার্কার। কোচ হিসেবে যোগ দিয়েই প্রথম মৌসুমে ইপিএলে তুলে আনেন তিনি। 

ইপিএলের প্রত্যাবর্তনের ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বোর্নমাউথ। তবে এরপর টানা তিন ম্যাচের হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

নানা নাটকীয়তার পর আয়াক্স ছেড়ে ইউনাইটেডে আন্থনি

শেষ হারটি একেবারে জঘন্য! পুরো ৯০ মিনিটে লিভারপুলের বিপক্ষে একবারও মাথা তুলে দাড়াতে পারেনি পার্কারের শিষ্যরা। এমনকি গোলের সংখ্য আরও বাড়তে পারতো।

এমন হারের পর পার্কারকে আর কোচের পদে রাখতে চায়নি বোর্নমাউথ। তাকে বরখাস্ত করার পর বোর্নমাউথের মালিক ম্যাক্সিম ডেমিন বলেছেন, “দল ও একটা ক্লাব হিসেবে উন্নতির ধারা ধরে রাখতেই এই সিদ্ধান্ত।”

ইপিএলের চলতি মৌসুমে চার ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে অবস্থান করছে বোর্নমাউথ। সমান ম্যাচে শতভাগ জয় নিয়ে সবার শীর্ষে আর্সেনাল। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

লেভানডোভস্কির প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনা কোচ জাভি

লেভানডোভস্কির প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনা কোচ জাভি

জাপানকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেনের মেয়েরা

জাপানকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেনের মেয়েরা

১৯টি শট রুখে বায়ার্নকে দমিয়ে দেন সুইস বাজপাখি ইয়ান সোমার

১৯টি শট রুখে বায়ার্নকে দমিয়ে দেন সুইস বাজপাখি ইয়ান সোমার

রেকর্ড টানা ২৩৬ ম্যাচ খেলে ইনজুরিতে উইলিয়ামস

রেকর্ড টানা ২৩৬ ম্যাচ খেলে ইনজুরিতে উইলিয়ামস