লাল কার্ডে দুই ম্যাচ নিষিদ্ধ ডি মারিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২
লাল কার্ডে দুই ম্যাচ নিষিদ্ধ ডি মারিয়া

ইনজুরি কাটিয়ে সিরি-আ'তে ফেরার ম্যাচটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

সাধারণত লাল কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। তবে ট্যাকলের ধরণ দেখে শাস্তির মেয়াদ কয়েক ম্যাচ বাড়াতে পারেন ম্যাচ রেফারি। ডি মারিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে। ট্যাকল মারাত্মক হওয়ায় তাকে এক ম্যাচ বাড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, আঘাত গুরুতর হলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারতো আরও! 

ঘটনা রোববার (১৮ সেপ্টেম্বর) সিরি-আ’তে জুভেন্টাস-মনসা ম্যাচের। প্রথমার্ধের ৪০তম মিনিটে আচমকাই মনসা’র ডিফেন্ডার আরমান্দো ইতজোর বুকে কনুই দিয়ে আঘাত করে বসেন মারিয়া।

রেফারির চোখে পড়ায় সঙ্গে সঙ্গে ডি মারিয়াকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন তিনি। মারিয়ার লাল কার্ডের হতাশার সঙ্গে ওই ম্যাচে মনসার বিপক্ষে হারের হতাশাও যোগ হয় জুভেন্টাস শিবিরে।

দুই ম্যাচ নিষেধাজ্ঞার ফলে চলতি বছর ২ অক্টোবর  ঘরের মাঠে লিগের ম্যাচে বোলোনিয়া ও  ৭ অক্টোবর এসি মিলানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মারিয়াকে পাবে না জুভেন্টাস। 

সিরি-আ’তে চলতি মৌসুমটা বেশ বাজে কাটছে জুভেন্টাসের। প্রথম ছয় ম্যাচে না হারলেও জয় ছিল মাত্র দুই ম্যাচে। এরপর সপ্তম ম্যাচে লিগে চলতি মৌসুমে প্রথম হারও দেখতে হয়েছে দলটিকে।

সব মিলিয়ে সাত ম্যাচে দুই জয়, চার ড্র ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে জুভেন্টাস। এছাড়া চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে দুই ম্যাচের দু’টিতে হারের তেতো স্বাদ পেয়েছের ইতালিয়ান ক্লাবটি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  


শেয়ার করুন :


আরও পড়ুন

লাল কার্ড দেখলেন মারিয়া, হারলো জুভেন্টাস

লাল কার্ড দেখলেন মারিয়া, হারলো জুভেন্টাস

অস্ত্রোপচার বাধ্যতামূলক, কাতার বিশ্বকাপে শঙ্কায় পগবা

অস্ত্রোপচার বাধ্যতামূলক, কাতার বিশ্বকাপে শঙ্কায় পগবা

জুভেন্টাস চুক্তি নবায়ন করতে না চাওয়ায় ক্লাব ছেড়েছেন দিবালা

জুভেন্টাস চুক্তি নবায়ন করতে না চাওয়ায় ক্লাব ছেড়েছেন দিবালা

আর্জেন্টিনা দলে যোগ দিতে মার্কিন মুলুকে মেসি

আর্জেন্টিনা দলে যোগ দিতে মার্কিন মুলুকে মেসি