উড়ছেন মেসি, জয়ের রথ ছোটাচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২
উড়ছেন মেসি, জয়ের রথ ছোটাচ্ছে আর্জেন্টিনা

ম্যাচের আগের দিনের খবর, মেসি অসুস্থ! কোচ চাইছেন তাকে প্রীতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে বিশ্রাম দিতে। অথচ মেসি খেলতে চান। কোচের কথামতো এদিন আর্জেন্টিনার শুরুর একাদশে দেখা মেলেনি মেসির।

তবে বেশিক্ষণ তাকে মাঠের বাইরে রাখতে পারেননি আর্জেন্টাইন বস লিওনেল স্কলানি। ৫৫ মিনিটে মেসিকে মাঠে নামান তিনি। ব্যাস, এই ৩৫ মিনিটই যথেষ্ট হয়েছে মেসির জন্য।

এ সময়ে দুর্দান্ত দুই গোল করেছেন, ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই জোড়া গোলে সর্বশেষ চার ম্যাচে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির গোল হলো ৯টি। মেসি যেমন উড়ছে তেমন টানা অপরাজিত থাকার জয়রথ ছুটিয়েই চলেছে আর্জেন্টিনা। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। আলবেসেলিস্তাদের হয়ে বাকি গোলটি করেছেন আলভারেজ।

শুধু মেসি নয়, এদিন নিয়মিত একাদশে আরও সাত পরিবর্তন এনেছিলেন আর্জেন্টিনা কোচ। তবে তাতে কোনো প্রভাবই পড়েনি মাঠের খেলায়। জ্যামাইকা আর্জেন্টিনার রক্ষণভাগকে কখনোই চাপে ফেলতে পারেনি।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে রদ্রিগেজের শট জ্যামাইকান গোলরক্ষক ফিরিয়ে দিলে যে যাত্রায় আর গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার।

ম্যাচের ১৩তম মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেসের ব্যাক কাটে বল পেয়ে লক্ষ্যভেদ করেন আলভারেস। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

সাত মিনিটের ব্যবধানে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন। তবে এবার তার শট লক্ষ্যভৃষ্ট হলে হতাশ হতে হয় আর্জেন্টিনা শিবিরকে। 

প্রথমার্ধে আরও কয়েক দফা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। ফলে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। 

ম্যাচের ৫৫তম মিনিটে মার্টিনেজের জায়গায় মাঠে আসেন লিওনেল মেসি। অধিনায়ক মাঠে ঢোকার পর পুরো দলের আবহ যেন পাল্টে যায়।

৬৮তম মিনিটে প্রথম গোলের সুযোগ পান মেসি। তার তার দুর্দান্ত শট কর্ণারের বিনিময়ে প্রতিহত করেন জ্যামাইকান গোলরক্ষক। 

৮৬তম মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। ডি বক্সের বাইরে থেকে দারুণ ফিনিশিং দক্ষতায় লক্ষ্যভেদ করেন মেসি।

তিন মিনিটের ব্যবধানে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর। ফ্রি কিকে জ্যামাইকান ডিফেন্ডারদের বানানো মানব দেওয়াল ভেদ করে গড়ানো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল হলো ৯০টি। আন্তর্জাতিক ফুটবলে তার সামনে শুধু আলি দাইয়ি (১০৯) ও ক্রিস্টিয়ানো রোনালদোর (১১৭)।

এই জয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা। টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড রয়েছে ইতালির (৩৭) দখলে।  

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

গোল মিসের মহড়া পর্তুগালের, জিতে ফাইনালসে স্পেন

গোল মিসের মহড়া পর্তুগালের, জিতে ফাইনালসে স্পেন

অক্টোবরে মাঠে গড়াবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

অক্টোবরে মাঠে গড়াবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

ইতালি-জার্মানির রোমাঞ্চকর ম্যাচে জিতল না কেউ

ইতালি-জার্মানির রোমাঞ্চকর ম্যাচে জিতল না কেউ

কাতার বিশ্বকাপ কেন্দ্র করে জার্মানির বোনাস ঘোষণা

কাতার বিশ্বকাপ কেন্দ্র করে জার্মানির বোনাস ঘোষণা