এক ম্যাচে ২২ গোল, চারজনের হ্যাটট্রিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৬ জুলাই ২০১৮
এক ম্যাচে ২২ গোল, চারজনের হ্যাটট্রিক

ফুটবল হলো গোলের খেলা। মাঠে ভালো খেললেও গোল করতে না পারলে ফলাফল যে কি দাঁড়বে তা সবারই জানা। তবে এক ম্যাচে সর্বোচ্চ কত গোলের রেকর্ডে খবর শুনেছেন? ৭ গোল বা তারও অধিক।

এবার সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এক ম্যাচে ২২টি গোল হয়েছে। তবে এ গালে করেছে এক দলই, প্রতিপক্ষে জালে একটি গোল দিতে পারেনি, শুধু গোল খেয়েই গেছে। তার মধ্যে চারজন খেলোয়াড়ই হ্যাটট্রিক গোল করেছেন।

ঘটনাটি ঘটেছে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে। ওই ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব এটিভি ইর্ডনিংয়ের বিপক্ষে নতুন কোচ মার্কো সিলভার অধীনে ২২-০ গোলের অস্বাভাবিক এক জয় তুলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। ম্যাচে চারজন খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন।
Goal
গত প্রিমিয়ার লিগের মৌসুমে টফিসরা মাত্র ১৬টি অ্যাওয়ে গোল করতে পেরেছিলেন। কিন্তু অস্ট্রিয়ার মাটিতে একটি ম্যাচেই তারা এ সংখ্যাকে ছাড়িয়ে গেছে। কেভিয়ান মিরালাস সর্বোচ্চ ৫ গোল করেছেন। যার সবগুলোই ছিল বিরতির পরে।

১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এভারটন। তুরষ্কের ফরোয়ার্ড সেঙ্ক টোসান করেছেন ৪ গোল। ওমার নিয়াসেও হ্যাটট্রিকসহ করেছেন চার গোল।

এছাড়া আডেমোলা লুকম্যান হ্যাটিট্রক করেছেন। বাকি গোলগুলো এসেছে ডিফেন্ডার মাইাকলে কেন, লেইটন বেইনেস, নিকোলাস ভ্লাসিক ও ম্যাসন গোলগেটের কাছ থেকে।

চলতি মৌসুমে শুরুতে ৪১ বছর বয়সী সিলভা ওয়াটফোর্ড থেকে এভারটনে যোগ দিয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রোয়েশিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ফ্রান্স

ক্রোয়েশিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ফ্রান্স

বিশ্বকাপের সেরা উদীয়মান খোলোয়াড় এমবাপে

বিশ্বকাপের সেরা উদীয়মান খোলোয়াড় এমবাপে

গোল্ডেন বুট পেলেন ইংল্যান্ডের কেইন

গোল্ডেন বুট পেলেন ইংল্যান্ডের কেইন

কাতার বিশ্বকাপের তারিখ চূড়ান্ত

কাতার বিশ্বকাপের তারিখ চূড়ান্ত