হলান্ডের রেকর্ড চতুর্থ হ্যাটট্রিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০২ এএম, ২৩ জানুয়ারি ২০২৩
হলান্ডের রেকর্ড চতুর্থ হ্যাটট্রিক

গোলের পর গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছিলেন তিনি। বিশ্বকাপ বিরতির পর একটু ছন্দপতন ঘটেছিল।স্বরুপে ফিরতে বেশি সময় নিলেন না আর্লিং হলান্ড। রোববার ইংলিশ লিগে হলান্ডের অনবদ্য হ্যাটট্রিকে উলভসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।

লিগে মাত্র ১৯ ম্যাচেই চতুর্থ হ্যাটট্রিকে নিজের গোল সংখ্যা ২৫ এ নিয়ে গেলেন নরওয়ের এই গোলমেশিন। প্রিমিয়ার লিগের ইতিহাসে এতো কম ম্যাচে চারটি হ্যাটট্রিকের নজর নেই আর কোনো ফুটবলারের। ইতিহাদে মাত্র ১১ ম্যাচে হলান্ডের ১৮ গোল হয়ে গেল।

মাঝে কয়েক ম্যাচে গোল পাননি হলান্ড তার দলেরও ছন্দপতন হয়েছে। আবারও ছন্দ খুজে পেয়েছেন হলান্ড তাতে খুশি ম্যানসিটির কোচ পেপ গার্দিওয়ালা। মৌসুমের মাঝপথেই গত আসরের দুই সর্বোচ্চ গোলদাতা মোহামেদ সালাহ ও সনকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড।

ঘরের মাঠে ৪০ মিনিটে হেডে প্রথম গোলের পর ৫০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন তিনি। এর চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড।

এই জয়ে ২০ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট হলো ৪৫। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। সিটির সাপ্রতিক সময়টা ভালো কাটছিল না। সাউথ্যাম্পটনের কাছে হেরে লিগ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর প্রিমিয়ার লিগে তারা হেরে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

গত রাউন্ডে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রথমার্ধে ২-০তে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলে জিতলেও খেলোয়াড়দের কাছ থেকে আরও বেশি তাড়না দেখতে চাওয়ার কথা বলেছিলেন গুয়ার্দিওলা। উলভসের বিপক্ষে হলান্ড-মাহরেজদের পারফরম্যান্সে দেখা গেল সেই তাড়না।

সিটির চেয়ে এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। তারা রোববার হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।


স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বরূপে ফিরেই টটেনহ্যামকে বিধ্বস্ত করলো ম্যানসিটি

স্বরূপে ফিরেই টটেনহ্যামকে বিধ্বস্ত করলো ম্যানসিটি

ভিআরএ'র কল্যাণে ম্যানইউর কাছে ম্যানসিটির হার

ভিআরএ'র কল্যাণে ম্যানইউর কাছে ম্যানসিটির হার

ম্যানসিটিতে বিধ্বস্ত হয়ে বিদায় চেলসির

ম্যানসিটিতে বিধ্বস্ত হয়ে বিদায় চেলসির

ইনজুরি সত্ত্বেও বায়ার্নের নাম্বার ওয়ান গোলরক্ষক নয়্যার

ইনজুরি সত্ত্বেও বায়ার্নের নাম্বার ওয়ান গোলরক্ষক নয়্যার