ম্যানইউর বিপক্ষে ড্র করে পিছিয়ে গেল বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
ম্যানইউর বিপক্ষে ড্র করে পিছিয়ে গেল বার্সেলোনা

কেউ হারেনি বার্সেলোনা ও ম্যানইউ লড়াইয়ে। কিন্তু জিতেছে ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে দুই গোল দিয়ে ম্যাচ ড্র করা তো জয়ের সমানই। ইউরোপা লিগে টিকে থাকার সিদ্ধান্তর জন্য ওল্ড ট্র্যাফোর্ডের ফিরতি লেগের জন্য অপেক্ষা করতে হবে।

নু্্য ক্যাম্পে ঘরের মাটিতে ম্যানইউ কাছে ২-২ গোলে ড্র করে কিছুটা পিছিয়ে গেল বার্সা। ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

গোলের মতো গোলবারে শট মারার ক্ষেত্রেও দু'দল ছিল সমান সমান। ১৮টি করে শট মারে উভয় দল। তবে বার্সার আটটি ও ম্যানইউর পাঁচটি শট লক্ষ্যে থাকে। ম্যাচে শেষ সমেয় ভাগ্য ও গোলকিটার ডেভিড ডি গিয়ার দাুন সেভের কারণে বেঁচে গেছে ম্যানইউ।

শেষদিকে বার্সার বারবার আক্রমণে একটি শট পোস্টে লেগে ফিরে আসে দুটি কঠিন সেভ করেন গিয়া। তাতেই হারের হাত থেকে বেঁচে যায় ম্যানইউ। বল দখলে অনেক এগিয়ে ছিল বার্সা। তারা ৬১ ভাগ বল দখল নিয়ে খেলেছে।

মার্কোস আলোনসো বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মার্কাস রাশফোর্ড। জুল কুন্দের আত্মঘাতী গোলের পর ম্যাচে সমতা ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। শুরুটা অবশ্য ভালো করেছিল ম্যানইউ। আক্রমণে স্বগতিকদের চেপে ধরে তারা।

তবে প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। বার্সার পক্ষে আলোনসো ৫০ মিনিটে এবং রাফিনিয়া ৭৬ মিনিটে গোল করেন। ম্যানইউ পক্ষে রাশফোর্ড ৫২ মিনিটে এটি গোল পরিশোধ করার পর বার্সেলোনা ৫৯ মিনিটে একটি আত্মঘাতি গোল খেয়ে পিছিয়ে পড়ে।

আর সেই গোলের কারনেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা।

আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে ফিরতি লেগ। এই ম্যাচে যারাই জিতবে তারাই পরের রাউন্ডে চলে যাবে। আর প্রতিপক্ষের মাঠে দুই গোল দেওয়ার সুবিধাও আছে ম্যানইউর।

তারা যদি এক গোল কিংবা গোল শুন্য ড্র করতে পারে তাহলে বিদায় নিতে হবে বার্সাকে। দুটি দলই এই সময়ে ভালো ছন্দে রয়েছে।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

এক রাতে দুই ম্যানচেস্টারের জয়

এক রাতে দুই ম্যানচেস্টারের জয়

নিষেধাজ্ঞার শঙ্কায় বার্সেলোনার গাভি!

নিষেধাজ্ঞার শঙ্কায় বার্সেলোনার গাভি!

আর্সেনালকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

আর্সেনালকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

প্যারিস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিশৃঙ্খলার জন্য ‘দায়ী’ উয়েফা

প্যারিস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিশৃঙ্খলার জন্য ‘দায়ী’ উয়েফা