শক্তিশালী পাকিস্তানের সামনে উজ্জীবিত বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮
শক্তিশালী পাকিস্তানের সামনে উজ্জীবিত বাংলাদেশ

ভুটানের কাছে এএফসি কাপে পরাজিত বাংলাদেশ নিজেদের মাটিতে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছেও হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল। তবে গ্রুপের প্রথম ম্যাচে সেই ভুটানকে ২-০ গোলে হারিয়ে ফিরে পেয়েছে শক্তি। ব্রিটিশ কোচ জেমি ডে’র তত্ত্বাবধানে দলটির আত্মবিশ্বাসও এখন তুঙ্গে।

ঢাকায় চলমান সাফ সুজুকি কাপ ফুটবলে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তান জাতীয় ফুটবল দলের মোকাবেলা করবে উজ্জীবিত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।

বুধবার স্বস্তির একটি দিন কাটিয়েছেন লাল সবুজের ধারকরা। ভুটানকে হারানো ম্যাচের সদস্যরা সকালে সুইমিং করে সময় কাটিয়েছেন। আর যারা স্কোয়াডের বাইর ছিলেন তারা বিকেলে জিম সেশন করেছেন। তবে অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল করা হয়।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে মিডফিল্ডার ইমন মাহমুদ বাবুর বলেছেন, ‘কোচ জেমি ডে ম্যাচ বাই ম্যাচ লক্ষ্য করে এগিয়ে যেতে চান। ভুটানকে হারানোর মিশন শেষ। এখন আমাদের লক্ষ্য পাকিস্তানকে হারানো। যদিও তারা অনেক শক্তিশালী দল। রক্ষণাত্মক খেলে থাকে। পরে কাউন্টার অ্যাটাকে যায়। শারীরিকভাবে অনেক ভালো একটি দল। ইউরোপে খেলে থাকেন এমন বেশ ক’জন রয়েছেন এই দলে। যে দলের অনেকেই এবার এই দলে খেলছেন। তাই ইউরোপের কন্ডিশনে খেলে আসা দলই বলা চলে এদের।’

তিনি আরও বলেন, ‘ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে সবারই মনে একটা আশঙ্কা কাজ করছিল। কারণ এই ভুটানের জন্যই আমাদের অনেক কথা শুনতে হয়েছে। ফিফা ও এএফসি’র ম্যাচ থেকে আমরা নির্বাসিত হয়েছি। দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিলাম। আমারও ব্যক্তিগত একটা ক্ষোভ ছিল। কারণ ওই ম্যাচটি আমি খেলতে পারিনি। ম্যাচের আগেরদিন আমার মা মারা যান। আমাকে ভুটান থেকে চলে আসতে হয়েছিল।’

‘তবে এক ম্যাচ জিতেই আত্মতুষ্টিতে ভুগতে নিষেধ করেছেন কোচ জেমি ডে। সেভাবে তাই জয়ও উদযাপন করা হয়নি। জয়টা পাওয়াতে সবাই খুশি। বেশ ফুরফুরে মেজাজে রয়েছে দল।’ -বলেন বাংলাদেশের এ ফুটবলার।

এদিকে বাংলাদেশের অনুশীলন বাতিল হলেও শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করেছে পাকিস্তান দল। অনুশীলন শেষে পাকিস্তানের কোচ জোসে অ্যান্তেনিও নভেইরো বলেন, ‘দু’দলের জন্য ম্যাচটি সেমিফাইনালে ওঠার। জয়ের জন্যই আমরা মাঠে নামবো। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আমাদের চেয়ে এগিয়ে। ঘরের মাঠ, ঘরের দর্শক এটা বাড়তি সুবিধা দলটির জন্য। তবে নেপালের বিপক্ষে পাওয়া জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শেষ মুহূর্তে পাওয়া গোলে দল উজ্জীবিত।’

ম্যাচের কৌশল নিয়ে তিনি বলেন, ‘ম্যাচের কৌশল কী হবে সেটা নিয়ে এখন কিছু বলতে চাই না। নেপালের বিপক্ষে ম্যাচে আমাদের যেসব ভুল ভ্রান্তি ছিল সেগুলো নিয়েই এখন কাজ চলছে। যাতে পরবর্তী ম্যাচে সেই ভুলগুলো আর না হয়।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের প্রতি ম্যাচেই নতুন অধিনায়ক

বাংলাদেশের প্রতি ম্যাচেই নতুন অধিনায়ক

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার হবে সাফ ফুটবলের খেলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার হবে সাফ ফুটবলের খেলা

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির

এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির

বিশ্রামে কোহলি, এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত

বিশ্রামে কোহলি, এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত

১৮ জনকে নিয়ে দল ঘোষণা করলো পাকিস্তান

১৮ জনকে নিয়ে দল ঘোষণা করলো পাকিস্তান