দেশে ফিরেই সফল হওয়ার বার্তা দিলেন হামজা চৌধুরী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০২ জুন ২০২৫
দেশে ফিরেই সফল হওয়ার বার্তা দিলেন হামজা চৌধুরী

ভুটান এবং এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। এসেই জানিয়ে দিলেন, ম্যাচ দুটিতে সফল হবেন।

সোমবার (২ জুন) সকালে ঢাকায় নেমে কয়েক ঘণ্টা হোটেলে বিশ্রাম নিয়ে বিকেল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে দলের সাথে অনুশীলনে করেছেন হামজা। ঢাকায় এটি হামজার প্রথম অনুশীলন। কোচ হেভিয়ের কাবরেরা রোববার থেকে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। গতকালকের মত আজও ক্লোজ ডোর অনুশীলন করেছে বাংলাদেশ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ঘরের মাঠে বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন এ ইংলিশ ফুটবলার। দলে তার অন্তর্ভুক্তি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিবে।

দেশে ফিরে এক ভিডিও বার্তায় হাজমা বলেন, “হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এমন উষ্ণ অভ্যর্থনার জন্য ভক্ত, মিডিয়া ও সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। দলের সঙ্গে যুক্ত হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আমরা সফল হবো এবং মাঠে আপনাদের পাশে পাবো বলে আশা করছি।”

ঘরের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে এ তারকা ফুটবলারের খেলা দেখার সুযোগ পাবেন দেশের ফুটবল প্রেমিরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৪ জুন ভুটানের বিপক্ষে এক মাঠে খেলতে নামবে বাংলাদেশ।

চলতি বছরের মার্চে শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। ওই ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল। ম্যাচে নিজের সেরা পারফরমেন্স দিয়ে নজর কেড়েছিলেন তারকা ফুটবলার হামজা চৌধুরী।



শেয়ার করুন :